Lava Blaze Dragon ছাড়াও জুলাই মাসে Lava Blaze AMOLED 2 লঞ্চ হওয়ার কথা রয়েছে।
Photo Credit: Lava
Lava Blaze Dragon ফোনে 50MP ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে
Lava Blaze Dragon 5G জুলাই মাসেই ভারতে আসছে। বর্তমানে ভারতীয় সংস্থাগুলির মধ্যে ধারাবাহিকভাবে স্মার্টফোন লঞ্চ করে যাচ্ছে শুধু লাভা-ই। বাজেট থেকে শুরু করে মিড-রেঞ্জে কিছু আকর্ষণীয় মডেল আছে তাদের ঝুলিতে। সেই তালিকায় এবার যুক্ত হচ্ছে Lava Blaze Dragon-এর নাম। এটি আমজনতাকে লক্ষ্য করে একটি বাজেট-ফ্রেন্ডলি 5G মোবাইল হিসাবে সামনের সপ্তাহে বাজারে আসবে। এটি গ্রাহকদের স্টক Android অপারেটিং সিস্টেমের অভিজ্ঞতা প্রদান করবে। লাভা লঞ্চের দিনক্ষণ ঘোষণার পাশাপাশি, আনুষ্ঠানিকভাবে ডিজাইন প্রকাশ করেছে। Lava Blaze AMOLED 2 মডেলটিও এই মাসে লঞ্চ হওয়ার কথা রয়েছে, কিন্তু তারিখ এখনও ঘোষণা হয়নি।
Lava Blaze Dragon 5G ভারতে জুলাই 25, দুপুর 12টায় লঞ্চ হবে। অ্যামাজনে লাইভ থাকা একটি মাইক্রোসাইট থেকে এমনটাই জানা গিয়েছে। তাহলে এতক্ষণে নিশ্চয় বুঝতে পারছেন যে, স্মার্টফোনটি মার্কিন ই-কমার্স প্ল্যাটফর্মটির মাধ্যমে দেশে বিক্রি হবে। ছবিতে দেখা যাচ্ছে যে একটি ড্রাগন ফোনটিকে পেঁচিয়ে হুঙ্কার ছাড়ছে। হ্যান্ডসেটটি সোনালী রঙ এবং আয়তকার ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেমের সঙ্গে আসছে। ফোনটি AI-সমর্থিত 50 মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা পেয়েছে।
লাভা ব্লেজ ড্রাগন 5G আরও কালার অপশনে লঞ্চ হতে চলেছে। টিপস্টার মুকুল শর্মা ফোনটির ডিজাইন এবং ফিচার্স গতকাল প্রকাশ্যে এনেছেন। তাঁর X (সাবেক টুইটার) পোস্টে এটি কালো রঙের বিকল্পে দেখা গিয়েছে। আয়তকার ক্যামেরা মডিউলে রামধনুর রঙ রয়েছে। এতে Snapdragon 4 Gen 3 প্রসেসর থাকবে যা সাধারণত বাজেট-ফ্রেন্ডলি 5G মোবাইলে ব্যবহার হয়। চিপটির সাথে 128GB UFS 3.1 অনবোর্ড স্টোরেজ যুক্ত থাকবে। এটি স্টক অ্যান্ড্রয়েড 15 এর সাথে আসবে বলে জানা গিয়েছে।
অন্যদিকে, আরেক টিপস্টার প্রতীক ট্যান্ডন Lava Blaze Dragon-এর লাইভ ছবি শেয়ার করেছেন। স্মার্টফোনটি 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ অপশনে পাওয়া যেতে পারে। র্যাম ভার্চুয়ালি 12 জিবি (6 জিবি + 6 জিবি) পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটির সামনের দিকে 8 মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে। এছাড়া, হ্যান্ডসেটটিতে 18W তারযুক্ত চার্জিং সাপোর্ট সহ 5,000mAh ব্যাটারি মিলতে পারে।
উল্লেখ্য, Lava Blaze AMOLED 2 এর ডিজাইন এবং অধিকাংশ স্পেসিফিকেশন প্রকাশ হয়েছে। 120 হার্টজ রিফ্রেশ রেট সহ 6.67 ইঞ্চি FHD+ কার্ভড স্ক্রিন থাকবে এতে। ফোনটি MediaTek Dimensity 6300 প্রসেসরে চলবে। এছাড়া, 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা + 2 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 8 জিবি পর্যন্ত র্যাম, 128 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ, ও 5000mAh ব্যাটারি পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Poco F8 Pro Retail Box Spotted in Leaked Image With 'Sound by Bose' Branding; Tipster Claims It Won't Ship With a Charger