Lava Blaze সিরিজের দুটি দুর্ধর্ষ ফোন লঞ্চ হচ্ছে, থাকবে AMOLED ডিসপ্লে ও 64MP ক্যামেরা

Lava Blaze Dragon ফোনে Snapdragon 4 Gen 2 প্রসেসর ও UFS 3.1 স্টোরেজ পাওয়া যাবে।

Lava Blaze সিরিজের দুটি দুর্ধর্ষ ফোন লঞ্চ হচ্ছে, থাকবে AMOLED ডিসপ্লে ও 64MP ক্যামেরা

Photo Credit: Lava

Lava Blaze AMOLED 2 চলে MediaTek Dimensity 6300 প্রসেসরে

হাইলাইট
  • Lava Blaze AMOLED 2 এবং Blaze Dragon শীঘ্রই ভারতে লঞ্চ হবে
  • Lava Blaze AMOLED 2 এবং Blaze Dragon শীঘ্রই ভারতে লঞ্চ হবে
  • দুটি স্মার্টফোনই স্টক Android 15 অপারেটিং সিস্টেমে চলতে পারে
বিজ্ঞাপন

Lava Blaze AMOLED 2 এবং Blaze Dragon চাইনিজ ব্র্যান্ডদের টেক্কা দিতে শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। গতকাল ফোনগুলির লঞ্চের বিষয়ে জানিয়েছে নির্মাতা সংস্থা লাভা। উভয় স্মার্টফোন মিড-রেঞ্জ সেগমেন্টে আসবে, যেখানে Vivo, Oppo, এবং Realme এর মতো কোম্পানিরা দাপিয়ে বেড়াচ্ছে। Lava Blaze AMOLED স্টক অ্যান্ড্রয়েড, স্মুদ পারফরম্যান্স, ও স্লিক ডিজাইনের সাথে আসবে বলে নিশ্চিত করা হয়েছে। সংস্থা আরও বলেছে, মিড-রেঞ্জ স্মার্টফোন কেমন হওয়া উচিত তার একটি মানদণ্ড হল Blaze AMOLED 2। অন্যদিকে, Lava Blaze Dragon একটি পারফরম্যান্স-ফার্স্ট স্মার্টফোন হবে বলে দাবি করা হয়েছে।

Lava Blaze AMOLED 2 স্পেসিফিকেশন

কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে লিস্টেড হওয়ার সুবাদে Lava Blaze AMOLED 2 এর ডিজাইন এবং অধিকাংশ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। এটি 6.67 ইঞ্চি কার্ভড স্ক্রিন অফার করবে, যার রেজোলিউশন 1,080x2,400 পিক্সেল, রিফ্রেশ রেট 120 হার্টজ, ও পিক্সেল ডেনসিটি 394 পিপিআই। ডিসপ্লেটি 16.7 মিলিয়ন কালার সাপোর্ট করে। এটি MediaTek Dimensity 6300 প্রসেসর দ্বারা চালিত যা Antutu বেঞ্চমার্ক সাইটে 4,20,000+ স্কোর করেছে।

লাভা ব্লেজ অ্যামোলেড 2 এর পিছনের অংশে একটি গোল ক্যামেরা মডিউলের মধ্যে এলইডি ফ্ল্যাশ সহ 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা রয়েছে। রিয়ার ক্যামেরায় প্রো ভিডিও, স্লো মোশন, ডুয়াল ভিউ ভিডিও, ফিল্ম, বিউটি পোর্ট্রেট, এইচডিআর, নাইট, টাইমল্যাপস, ইত্যাদি মোড রয়েছে। ফ্রন্ট ক্যামেরা সেন্সরটি 16 মেগাপিক্সেলের।

Lava Blaze AMOLED 2 ফোনে 8 জিবি পর্যন্ত র‍্যাম ও 128 জিবি অনবোর্ড স্টোরেজ থাকবে। আবার 8 জিবি পর্যন্ত মেমোরি ভার্চুয়াল র‍্যাম হিসাবে ব্যবহার করা যাবে। এটি ব্লোটওয়্যার মুক্ত স্টক Android অপারেটিং সিস্টেমে চলবে। ডিভাইসটি 5000mAh ব্যাটারির সাথে লিস্টেড হয়েছে যা একবার চার্জে 49.5 ঘন্টা টক টাইম প্রদান করবে। স্ট্যান্ডবাই অবস্থায় 480 ঘন্টা টিকবে। এটি স্টারলাইট বেগুনি এবং টাইটানিয়াম গ্রে কালার অপশনে দেখা গিয়েছে।

Lava Blaze Dragon স্পেসিফিকেশন

Lava Blaze Dragon একটি পারফরম্যান্স-কেন্দ্রিক ফোন। এটি তাদের জন্য যারা দ্রুত কাজ করে, প্রচুর মাল্টিটাস্ক করে এবং আনলিমিটেড গেম খেলে। কোম্পানি আরও জানিয়েছে, এই স্মার্টফোনে প্রতিক্রিয়াশীল প্রসেসর, উচ্চ-গতির স্টোরেজ, ক্লিন অ্যান্ড্রয়েড OS, নির্ভরযোগ্য ব্যাটারি লাইফ মিলবে।

কোম্পানি কোনও স্পেসিফিকেশন প্রকাশ না করলেও, টিপস্টার অভিষেক যাদব (@yabhishekhd) X (সাবেক টুইটার) দাবি করেছেন যে, লাভা ব্লেজ ড্রাগন হ্যান্ডসেটে Snapdragon 4 Gen 2 প্রসেসর ব্যবহার হবে। এছাড়া, এতে UFS 3.1 অনবোর্ড স্টোরেজ থাকবে এবং স্টক Android 15 অপারেটিং সিস্টেমে চলবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. প্রিমিয়াম ফোনের বাজার কাঁপাবে iQOO 15, থাকবে দুর্ধর্ষ Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর
  2. 165Hz স্ক্রিন ও Snapdrgon 8 Elite Gen 5 চিপসেটের সঙ্গে বাজার কাঁপাতে আসছে OnePlus 15
  3. 50MP সেলফি ক্যামেরা, 7,500mAh ব্যাটারি সহ লঞ্চ হল Xiaomi 17 Pro ও 17 Pro Max, সামনে-পিছনে দু'দিকই ডিসপ্লে!
  4. Apple-এর ঘুম কেড়ে লঞ্চ হল Xiaomi 17, ক্যামেরা ও ফিচার্সে iPhone 17-কে টেক্কা
  5. টাচ করলেই পাল্টাবে ডিজাইন! অবিশ্বাস্য ফিচার নিয়ে হাজির Oppo Reno 14 5G Diwali Edition
  6. ভিডিও আর দেখা যাচ্ছে না, YouTube-এর নতুন নিয়মের গেরোয় ভুক্তভোগী ইউজাররা
  7. ফোনকে দেবে চার্জ, বিশাল 12,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল Redmi Pad 2 Pro ট্যাব
  8. সবচেয়ে সস্তায় 72 দিনের প্ল্যান আনল BSNL, আনলিমিটেড কলিং সহ প্রতিদিন 2GB ডেটা
  9. 7,000mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং ও দুর্দান্ত ক্যামেরার সঙ্গে লঞ্চ হল স্টাইলিশ Oppo A6 Pro স্মার্টফোন
  10. 6,500mAh ব্যাটারি, 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার দারুণ 5G স্মার্টফোন আনল Vivo
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »