Lava Agni 1 এবং Agni 2-এর উত্তরাধিকার হিসেবে উত্থাপন হতে চলেছে Lava Agni 3

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 3 অক্টোবর 2024 12:43 IST
হাইলাইট
  • ভারতে Lava Agni 3 5G ফোনটি 04অক্টোবর লঞ্চ হবে
  • হ্যান্ডসেটটি ডুয়াল ডিসপ্লে দ্বারা সজ্জিত থাকবে
  • ফোনটির দাম 30,000টাকার নিচে হবে

The Lava Agni 3 will feature a 1.74-inch secondary display

Photo Credit: Lava

সাশ্রয়ী দামে সেরামানের বৈশিষ্ট্য এবং স্পেসিফিকেশন যুক্ত স্মার্টফোন Lava Agni 3। Agniসিরিজটি প্রযুক্তিতে উৎসাহী এবং মূল্যসচেতনবোধ গ্রাহকদের কাছে,ভালো কার্যক্ষমতা এবং সেগমেন্টের উচ্চস্থানীয় ফিচার প্রদান করার জন্য পরিচিত।এই উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোম্পানী ভারতে নতুন ফোনটি আগামী 4ই অক্টোবর লঞ্চ করবে।বলা হয়েছে যে,আসন্ন ফোনটিতে অসাধারণ বৈশিষ্ট্য এবং স্পেসিফিকেশন আছে।ইতিমধ্যেই ব্র্যান্ডটি তাদের স্মার্টফোনটির কিছু ফিচার প্রকাশ করেছে।আনুষ্ঠানিক লঞ্চের আগে Lava International-এর প্রোডাক্ট হেড সুমিত সিং Gadgets 360-এর সাথে কথাবার্তার সময় ফোনটির কিছু মূল বৈশিষ্ট্য এবং স্পেসিফিকেশন নিশ্চিত করেছেন।

Lava Agni 3-এর দাম 30,000টাকার নিচে হতে চলেছে:

সুমিত সিং নিশ্চিত করেছেন যে,আসন্ন স্মার্টফোনটি ভারতে 30,000টাকার নিচে পাওয়া যাবে।হ্যান্ডসেটটি মধ্যমরেঞ্জের হবে এবংএটিকে আলাদা করে তোলার জন্য অন্যন্য বৈশিষ্ট্যে যুক্ত করা হয়েছে।

Lava Agni 3-ডুয়াল ডিসপ্লে বৈশিষ্ট্যযুক্ত:

সুমিত সিং বলেছেন যে,হ্যান্ডসেটটিতে দুটি ডিসপ্লে থাকবে।যার মধ্যে প্রধান ডিসপ্লেটি 120Hzরিফ্রেস রেটসহ 1.5k বক্র AMOLED ডিসপ্লে।আশ্চর্যজনক ব্যাপার হলো ফোনটির পিছনের ক্যামেরা মডিউলের পাশে একটি দ্বিতীয় ডিসপ্লের আছে।ডিসপ্লেটি 1.7 ইঞ্চির AMOLED স্ক্রীনযুক্ত এবংএটি বিভিন্ন ধরনের আবেদন অফার করবে।

তিনি বলেছেন,নতুন ডিসপ্লেটি একাধিক ধরনের কার্য করতে সক্ষম। উদাহরণস্বরূপ,আপনি প্রাথমিক ক্যামেরা সেটআপ থেকে উচ্চ-মানের সেলফি তোলার জন্য,সেকেন্ডারি ডিসপ্লেটিকে ভিউফাইন্ডার হিসেবে ব্যবহার করতে পারবেন।দ্বিতীয় ডিসপ্লের সঙ্গে আপনি আপনার প্রধান ক্যামেরা সেন্সরটিকে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করতে পারবেন।

তাছাড়া দ্বিতীয় ডিসপ্লেটি শুধুমাত্র ক্যামেরা বৈশিষ্ট্যে সীমাবদ্ধ নয়,এটিতে অন্যান্য কার্যকারিতাও আছে। এটির দ্বারা গান চালানো,বিজ্ঞপ্তি দেখা এবং কলের উত্তর দেওয়া আরো অনেক কিছু করা যাবে। ব্যাবহারকারীদের জীবনকে সহজতর করে তুলতে উপরোক্ত সমস্ত কর্যকারিতাগুলিকে একত্রিত করা হয়েছে।

Lava Agni 3:অ্যাকশন বোতাম,MediaTek Dimensity 7300x এবং আরো তথ্য প্রকাশিত হয়েছে:

আসন্ন স্মার্টফোনটিতে অ্যাকশন বোতাম আছে।সুমিত সিং বলেছেন,ফোনটিতে ত্রিমাত্রিক রিয়ার ক্যামেরা আছে।এটি 50মেগাপিক্সেলের AI ক্যামেরা এবং টেলিফোটো লেন্স দ্বারা সজ্জিত।হ্যান্ডসেটটি সেগমেন্টের প্রথম ফোন যেটি,MediaTek Dimensity 7300Xপ্রসেসর দ্বারা চালিত হবে।এছাড়া ডিভাইস সমন্ধে অন্যান্য তথ্যগুলি 4ই অক্টোবর লঞ্চিং অনুষ্ঠানে প্রকাশ করা হবে।

Lava Agni সিরিজের যাত্রা:

Lava-স্মার্টফোন শিল্পে,তাদের Lava Agniসিরিজের মধ্যমে কিছু স্থান দখল করেছে।সিরিজটি ভারতীয় ব্র্যান্ডের সক্ষমতার উদাহরণ।এটি প্রণাম করে যে, আমরা কার্যক্ষমতা,গতি,এবং সামগ্রিক মূল্যের দিক থেকে সর্বোত্তম ফ্লাগশিপ পণ্য তৈরি করতে পারি। গ্রাহকদের কাছে Lava Agni 1 এবং Agni 2ফোনগুলি ভালো সাড়া পেয়েছে।আনুষ্ঠানিক লঞ্চের পর Agni2 হলো সবচেয়ে বিক্রিত

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Reliance Jio অবিশ্বাস্য অফার আনল, মাত্র 12,490 টাকায় পাবেন JioBook 4G ল্যাপটপ
  2. 8,300mAh ব্যাটারির সঙ্গে OnePlus Ace 6T ডিসেম্বর 3 লঞ্চ হচ্ছে, থাকছে 165Hz ডিসপ্লে
  3. Realme C85 5G কাল ভারতে আসছে, এত সস্তায় 144Hz ডিসপ্লে, 7,000mAh ব্যাটারির ফোন বিশ্বাস হবে না
  4. Oppo A6x স্মার্টফোনের দাম ফাঁস, সস্তায় 6,500mAh ব্যাটারির সঙ্গে ভারতে লঞ্চ হবে
  5. বাজেট ফোন Redmi 15C 5G ডিসেম্বরে ভারতে আসছে, লঞ্চ ডেট ঘোষণা হল, দাম কত হবে জেনে নিন
  6. Xiaomi 17 Ultra দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে বাজারে আসছে, DSLR যুগ কি শেষ?
  7. Nothing Phone 3a Lite স্টাইলিশ লুকস ও স্মার্ট ফিচার্স নিয়ে কম দামে ভারতে লঞ্চ হল
  8. এত কম দামে ফোল্ডেবল ফোন! 60,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে Samsung Galaxy Z Fold 6
  9. Redmi 15C এর দাম ভারতে আসার আগেই ফাঁস, কম দামে 6,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা থাকবে
  10. Realme P4x ডিসেম্বর 4 লঞ্চ হচ্ছে, থাকবে 144Hz ডিসপ্লে ও 7,000mAh ব্যাটারি, 120 FPS-এ গেম খেলা যাবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.