Photo Credit: LAVA
Lava Blaze Duo খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে। কোম্পানি সম্প্রতি কোম্পানি হ্যান্ডসেটটির ডিজাইন, রঙের বিকল্প মূল বৈশিষ্ট্য সহ এটির লঞ্চের তারিখও ঘোষণা করেছে। আসন্ন স্মার্টফোনটির RAM-এর বিকল্পের পাশাপাশি প্রধান ডিসপ্লে, ক্যামেরা, চিপসেট ,ব্যাটারী এবং OS-টি নিশ্চিত করা হয়েছে। হ্যান্ডসেটটি ভারতে অক্টোবর মাসে লঞ্চ হওয়া Lava Agni 3-এর মতো একই ধরনের একটি দ্বিতীয় ডিসপ্লে নিয়ে আসতে চলেছে, যেটি ফোনটির রিয়ার প্যানেলে অবস্থিত।
অ্যামাজনের একটি মাইক্রোসাইটে দেখা গিয়েছে যে, ভারতে Lava Blaze Duo ডিসেম্বরের 16 তারিখ দুপুর 12টায় লঞ্চ করা হবে। এখান থেকেই বোঝা যাবে যে,হ্যান্ডসেটটি এই ই-কমার্স সাইটের মাধ্যমে কেনা যাবে। এটি আর্কটিক হোয়াইট এবং সেলেস্টিয়াল ব্লু রঙের বিকল্পে পাওয়া যাবে।
ডুয়াল ডিসপ্লে আছে যেখানে ফোনটির পিছনের প্যানেলটিতে একটি ছোটো আয়তকার ডিসপ্লে আছে। এই ডিজাইনটি Lava Agni 3 মতো একইধরনের ,যেটি 1.74 ইঞ্চির AMOLED টাচ্ স্ক্রীনের সাথে একটি 6.78 ইঞ্চির 120Hz 1.5K প্রধান AMOLED ডিসপ্লে দ্বারা সজ্জিত।
Lava Blaze Duo-স্মার্টফোনটিতে 120Hz রিফ্রেশ রেটের সাথে একটি 6.67 ইঞ্চির 3D বক্র AMOLED ডিসপ্লে থাকবে। পিছনের প্যানেলটি একটি 1.58 ইঞ্চির দ্বিতীয় AMOLED স্ক্রিন দ্বারা সজ্জিত হবে। হ্যান্ডসেটটি একটি MediaTek Dimensity 7025 5G চিপসেট দ্বারা চালিত হবে,যেটি 5,00,000-এরও বেশি An Tu Tu-স্কোর অর্জন করার দাবি করেছে।
6জিবি এবং 8জিবি LPDDR5 RAM সমর্থন করবে। এটি নিশ্চিত করা হয়েছে যে,হ্যান্ডসেটটিতে 128জিবি UFS 3.1 স্টোরেজ অন্তর্ভুক্ত করা হয়েছে। হ্যান্ডসেটটি প্রথম থেকেই Android 14-ভিত্তিক UI দ্বারা চালিত হবে এবং পরবর্তী সময়ে এটি Android 15 আপডেট পাবে বলে নিশ্চিত করা হয়েছে।
ক্যামেরা ক্ষেত্রে এটিতে একটি 64মেগাপিক্সেলের প্রধান রিয়ার ক্যামেরা সেন্সর এবং একটি 16মেগাপিক্সেলের সেলফি শুটার থাকবে।ফোনটি 33W-এর তারযুক্ত দ্রুত চার্জিং সমর্থিত একটি 5000mAh ব্যাটারী দ্বারা চালিত হবে। নিরাপত্তার জন্য ফোনটির ডিসপ্লেতে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত করা থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন