Lava Agni 3 ফোনটি মাত্র 19মিনিটে 50শতাংশ চার্জের দাবি করে
Photo Credit: Lava
Lava Agni 3 has a 1.74-inch AMOLED rear touch screen display
ভারতে বিগত শুক্রবার Lava Agni 3 লঞ্চ করা হয়েছে,কোম্পানীর সর্বশেষ মধ্যমরেঞ্জের ফোন হিসাবে এটি আত্মপ্রকাশ করেছে।এটি 120Hz রিফ্রেসরেট সহ একটি 6.78ইঞ্চির AMOLEDস্ক্রীন দ্বারা সজ্জিত, সেইসাথে 1.74ইঞ্চির একটি রিয়ার টাচস্ক্রিন ডিসপ্লে আছে, যেটি স্মার্টফোনের কিছু বৈশিষ্ট্যে প্রবেশের সুযোগ দেবে।হ্যান্ডসেটটি ত্রিমাত্রিক রিয়ার ক্যামেরা সেটআপ আছে এবংএটিতে একটি 16মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে।ফোনটি 8জিবি RAM-সহ MediaTek Dimensity 7300Xচিপসেট প্রসেসর দ্বারা নির্মিত এবং Android 14দ্বারা চালিত।এটিতে 66W-এর চার্জিং সমর্থিত একটি 5,000mAh-এর ব্যাটারী আছে।
ভারতে চার্জার বিহীন 8জিবিRAM এবং 128জিবি স্টোরেজ যুক্ত হ্যান্ডসেটটির দাম শুরু হচ্ছে 20,999টাকা থেকে।এইএকই বিকল্পটির চার্জারের সাথে দাম 22,999টাকা।এছাড়াও Lava-র চার্জারসহ 256জিবি স্টোরেজ বিকল্পটি 24,999টাকায় উপলব্ধ আছে।
হ্যান্ডসেটটি ভারতে অ্যামাজনের মাধ্যমে 9অক্টোবর রাত্রি12টা থেকে বিক্রয় করা হবে।এটি হিদারগ্লাস এবং প্রিস্টিনগ্লাস রঙের বিকল্পে উপলব্ধ।
ডুয়াল ন্যানোসিম যুক্ত Lava Agni 3ফোনটি Android 14 দ্বারা চালিত হবে এবং তিনটি OS সংস্করণের আপগ্রেড এবং চারবছরের নিরাপত্তার আপডেট পাবে। হ্যান্ডসেটটিতে 120Hz রিফ্রেশরেট সহ একটি 6.78ইঞ্চি1.5k(1200×2652পিক্সেল)AMOLED স্ক্রীন আছে।পিছনের প্যানেলটিতে 1.74ইঞ্চির AMOLED টাচস্ক্রিন আছে।এটি ব্যবহার করে কল গ্রহণ করা, মেসেজের রিপ্লাই করা,রিয়ার ক্যামেরার মাধ্যমে সেলফি তোলা,গান নিয়ন্ত্রন,টাইমার বা অ্যালার্ম সেট করা যাবে।
হ্যান্ডসেটটি 8জিবি LPDDR5 RAM-সহ একটি 4nm MediaTek Dimensity 7300Xচিপসেট প্রসেসর দ্বারা চালিত।কোম্পানীর মতে,8জিবি পর্যন্ত অব্যবহৃত স্টোরেজটি ভার্চুয়াল র্যাম হিসেবে ব্যবহার করা যেতে পারে।ফোনটিতে একটি 'অ্যাকশন বোতাম' আছে,যা রিং এবং সাইলেন্ট মোডের মধ্যে সুইচ হিসেবে ব্যবহার ফ্ল্যাশলাইট বৈশিষ্ট্য অনকরা বা ক্যামেরার শাটার বোতাম হিসেবে ব্যবহার করা যায়।
ক্যামেরার ক্ষেত্রে এটিতে ত্রিমাত্রিক রিয়ার ক্যামেরা ইউনিট আছে।যার মধ্যে একটি OIS সমৃদ্ধ 50মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা।112ডিগ্রি
ফ্লিড-অফ-ভিউ সহ 8মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা।EIS এবং 3Xঅপটিক্যাল জুম সমর্থিত 8মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা।ফোনটির সামনের অংশে EIS-সহ একটি 16মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে।
আপনি 256জিবি পর্যন্ত UFS3.1স্টোরেজ পাবেন, যেটি বহির্ভূত মেমোরি কার্ড দ্বারা বর্ধিত করা যাবে না।ফোনটিতে Dolby Atmos-র বিকল্পের সাথে ডুয়াল ষ্টোরিও স্পীকার আছে।ফোনটিতে 5G, 4G LTE,Wi-Fi-6E, ব্লুটুথ 5.4, GPS,NavIC এবং একটি USB Type-Cপোর্ট যুক্ত করা আছে।এবং সেন্সরের ক্ষেত্রে অ্যাক্সিলোমিটার,জাইরোস্কোপ,ই-কম্পাস, অ্যাম্বিয়েন্ট লাইটসেন্সর,প্রক্সিমিটিসেন্সর আছে।
স্মার্টফোনটি 66W-এর চার্জিং সমর্থিত একটি 5000mAh ব্যাটারী দ্বারা চালিত।ফোনটি19মিনিটে 50%চার্জের দাবি করে।ফোনটির ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।ফোনটির পরিমাপ
163.7x75.53x8.8মিমি এবং ওজন 212গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Google Maps Updated With Power Saving Mode; Know How to Use It on Your Pixel 10 Series Smartphone
Amazon Black Friday Sale 2025: Best Deals on Samsung Galaxy Z Fold 7, Galaxy A55, Galaxy M17 5G, and More Phones