ডুয়াল ডিসপ্লে সমৃদ্ধ Lava কোম্পানীর এক অসাধারণ উন্মোচন Lava Agni 3

Lava Agni 3 ফোনটি মাত্র 19মিনিটে 50শতাংশ চার্জের দাবি করে

ডুয়াল ডিসপ্লে সমৃদ্ধ Lava কোম্পানীর এক অসাধারণ উন্মোচন Lava Agni 3

Photo Credit: Lava

Lava Agni 3 has a 1.74-inch AMOLED rear touch screen display

হাইলাইট
  • Lava Agni 3 ফোনটি প্রথম থেকেই Android 14 দ্বারা চালিত
  • হ্যান্ডসেটটি ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট দিয়ে সজ্জিত হয়ে আছে
  • ফোনটি দুটি রঙের বিকল্পে উপলব্ধ
বিজ্ঞাপন

ভারতে বিগত শুক্রবার Lava Agni 3 লঞ্চ করা হয়েছে,কোম্পানীর সর্বশেষ মধ্যমরেঞ্জের ফোন হিসাবে এটি আত্মপ্রকাশ করেছে।এটি 120Hz রিফ্রেসরেট সহ একটি 6.78ইঞ্চির AMOLEDস্ক্রীন দ্বারা সজ্জিত, সেইসাথে 1.74ইঞ্চির একটি রিয়ার টাচস্ক্রিন ডিসপ্লে আছে, যেটি স্মার্টফোনের কিছু বৈশিষ্ট্যে প্রবেশের সুযোগ দেবে।হ্যান্ডসেটটি ত্রিমাত্রিক রিয়ার ক্যামেরা সেটআপ আছে এবংএটিতে একটি 16মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে।ফোনটি 8জিবি RAM-সহ MediaTek Dimensity 7300Xচিপসেট প্রসেসর দ্বারা নির্মিত এবং Android 14দ্বারা চালিত।এটিতে 66W-এর চার্জিং সমর্থিত একটি 5,000mAh-এর ব্যাটারী আছে।

ভারতে Lava Agni 3-এর দাম এবং উপলব্ধতা:

ভারতে চার্জার বিহীন 8জিবিRAM এবং 128জিবি স্টোরেজ যুক্ত হ্যান্ডসেটটির দাম শুরু হচ্ছে 20,999টাকা থেকে।এইএকই বিকল্পটির চার্জারের সাথে দাম 22,999টাকা।এছাড়াও Lava-র চার্জারসহ 256জিবি স্টোরেজ বিকল্পটি 24,999টাকায় উপলব্ধ আছে।
হ্যান্ডসেটটি ভারতে অ্যামাজনের মাধ্যমে 9অক্টোবর রাত্রি12টা থেকে বিক্রয় করা হবে।এটি হিদারগ্লাস এবং প্রিস্টিনগ্লাস রঙের বিকল্পে উপলব্ধ।

Lava Agni 3-এর স্পেসিফিকেশন এবং বৈশিষ্ট্য:

ডুয়াল ন্যানোসিম যুক্ত Lava Agni 3ফোনটি Android 14 দ্বারা চালিত হবে এবং তিনটি OS সংস্করণের আপগ্রেড এবং চারবছরের নিরাপত্তার আপডেট পাবে। হ্যান্ডসেটটিতে 120Hz রিফ্রেশরেট সহ একটি 6.78ইঞ্চি1.5k(1200×2652পিক্সেল)AMOLED স্ক্রীন আছে।পিছনের প্যানেলটিতে 1.74ইঞ্চির AMOLED টাচস্ক্রিন আছে।এটি ব্যবহার করে কল গ্রহণ করা, মেসেজের রিপ্লাই করা,রিয়ার ক্যামেরার মাধ্যমে সেলফি তোলা,গান নিয়ন্ত্রন,টাইমার বা অ্যালার্ম সেট করা যাবে।

হ্যান্ডসেটটি 8জিবি LPDDR5 RAM-সহ একটি 4nm MediaTek Dimensity 7300Xচিপসেট প্রসেসর দ্বারা চালিত।কোম্পানীর মতে,8জিবি পর্যন্ত অব্যবহৃত স্টোরেজটি ভার্চুয়াল র‍্যাম হিসেবে ব্যবহার করা যেতে পারে।ফোনটিতে একটি 'অ্যাকশন বোতাম' আছে,যা রিং এবং সাইলেন্ট মোডের মধ্যে সুইচ হিসেবে ব্যবহার ফ্ল্যাশলাইট বৈশিষ্ট্য অনকরা বা ক্যামেরার শাটার বোতাম হিসেবে ব্যবহার করা যায়।

ক্যামেরার ক্ষেত্রে এটিতে ত্রিমাত্রিক রিয়ার ক্যামেরা ইউনিট আছে।যার মধ্যে একটি OIS সমৃদ্ধ 50মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা।112ডিগ্রি
ফ্লিড-অফ-ভিউ সহ 8মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা।EIS এবং 3Xঅপটিক্যাল জুম সমর্থিত 8মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা।ফোনটির সামনের অংশে EIS-সহ একটি 16মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে।

আপনি 256জিবি পর্যন্ত UFS3.1স্টোরেজ পাবেন, যেটি বহির্ভূত মেমোরি কার্ড দ্বারা বর্ধিত করা যাবে না।ফোনটিতে Dolby Atmos-র বিকল্পের সাথে ডুয়াল ষ্টোরিও স্পীকার আছে।ফোনটিতে 5G, 4G LTE,Wi-Fi-6E, ব্লুটুথ 5.4, GPS,NavIC এবং একটি USB Type-Cপোর্ট যুক্ত করা আছে।এবং সেন্সরের ক্ষেত্রে অ্যাক্সিলোমিটার,জাইরোস্কোপ,ই-কম্পাস, অ্যাম্বিয়েন্ট লাইটসেন্সর,প্রক্সিমিটিসেন্সর আছে।

স্মার্টফোনটি 66W-এর চার্জিং সমর্থিত একটি 5000mAh ব্যাটারী দ্বারা চালিত।ফোনটি19মিনিটে 50%চার্জের দাবি করে।ফোনটির ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।ফোনটির পরিমাপ
163.7x75.53x8.8মিমি এবং ওজন 212গ্রাম।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

ces_story_below_text

Gadgets 360 Staff রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 8,000mAh ব্যাটারির Realme Neo 8 ফোনের দাম ফাঁস হল, 16 জিবি র‍্যামের সাথে লঞ্চ আগামীকাল
  2. Amazon সেলে 37,000 টাকা দাম কমল Nothing Phone 3 এর, প্রিমিয়াম ফোন এত সস্তায় আর পাবেন না
  3. Oppo Reno 15 FS 5G লঞ্চ হল, 50MP সেলফি ক্যামেরা, 6,500mAh ব্যাটারি, ও 512GB স্টোরেজ আছে
  4. Vodafone Idea লঞ্চ করল 140 টাকার সস্তা রিচার্জ প্ল্যান, 28 দিন আনলিমিটেড কলিং সহ মিলবে ডেটা ও ফ্রি SMS
  5. নোকিয়া, ব্ল্যাকবেরির মতোই OnePlus কি বন্ধ হয়ে যাচ্ছে? খবর ছড়াতেই মুখ খুলল সংস্থা
  6. 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার দুর্দান্ত Motorola ফোনের দাম ফাঁস হল, অফারে 5,000 টাকা ডিসকাউন্ট
  7. ChatGPT Plus Free: 1,999 টাকা দামের চ্যাটজিপিটি প্লাস সাবস্ক্রিপশন ফ্রিতে দিচ্ছে OpenAI
  8. Oppo A6 5G ভারতে 7,000mah ব্যাটারি, 50MP ক্যামেরা, IP69 রেটিং সহ লঞ্চ হল, দাম জেনে নিন
  9. iQOO 15R স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ হল, 200MP ক্যামেরার সাথে শীঘ্রই ভারতে আসতে পারে
  10. Vivo X200T দুর্ধর্ষ ক্যামেরা ও শক্তিশালী চিপসেটের সাথে জানুয়ারি 27 লঞ্চ হচ্ছে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »