Lava Agni 3

Lava Agni 3 - ख़बरें

  • ডুয়াল ডিসপ্লে সমৃদ্ধ Lava কোম্পানীর এক অসাধারণ উন্মোচন Lava Agni 3
    Lava কোম্পানী ভারতে নতুন একটি হ্যান্ডসেট লঞ্চ করেছে Lava Agni 3। ফোনটি প্রথম থেকেই Android 14 দ্বারা চালিত হতে চলেছে। ফোনটিতে ডুয়াল ডিসপ্লে আছে। সামনের ডিসপ্লেটি 120Hz রিফ্রেসরেট সহ একটি 6.78ইঞ্চির AMOLED স্ক্রীন দ্বারা সজ্জিত এবং পিছনে 1.74 ইঞ্চির একটি টাচস্ক্রিন ডিসপ্লে আছে
  • Lava Agni 1 এবং Agni 2-এর উত্তরাধিকার হিসেবে উত্থাপন হতে চলেছে Lava Agni 3
    ভারতে সাশ্রয়ী দামের মধ্যে লঞ্চ হতে চলেছে Lava কোম্পানী স্মার্টফোন Lava Agni 3।এটি Agni সিরিজের তৃতীয় স্মার্টফোন।কোম্পানী কিছু নতুন বৈশিষ্ট্যের সাথে এই ফোনটি উন্মোচন করতে চলেছে। সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হলো এটিতে ডুয়াল ডিসপ্লে থাকবে। বর্তমানে এটির সমন্ধে বেশি কিছু প্রকাশ হয়নি, তবে লঞ্চের অনুষ্ঠানটিতে সমস্ত তথ্য জানা যাবে
  • Lava Agni 2 5g-এর সাফল্যের পর ভারতে এবার আসতে চলেছে Lava Agni 3 5g
    খুব শীঘ্রই ভারতে লঞ্চ করা হতে পারে Lava কোম্পানীর Lava Agni 3 5g। কোম্পানী এই তথ্য X-পোস্টের মাধ্যমে প্রকাশ করেছে। মনে করা হচ্ছে ফোনটি Lava Agni 2 5g ফোনটির তুলনায় উল্লেখযোগ্য উন্নতমানের আপগ্রেড অফার করতে পারে। ইতিমধ্যেই ফোনটির পিছনের অংশের ডিজাইন এবং ক্যামেরা সেটআপ প্রকাশ করা হয়েছে। ফোনটি দুটি রঙের বিকল্পে উপলব্ধ হতে চলেছে

Lava Agni 3 - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »