LG W10 এর দাম 8,999 টাকা। LG W30 এর দাম 9,999 টাকা।
LG W30 ফোনে থাকছে 4,000 mAh ব্যাটারি
বাজেট সেওগমেন্টের দখল নিতে গত মাসে ভারতে তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে LG। এই ফোনগুলি হল LG W10, W30 আর W30 Pro। এর মধ্যে বুধবার ভারতে LG W10 আর W30 বিক্রি শুরু হচ্ছে। এই দুটি ফোনের ক্যামেরায় থাকছে আর্টিফিশিয়াল ইন্টিলেন্স সাপোর্ট। সাথে থাকছে নাইট মোড, পোট্রেট, বোকেহ আর ওয়াইড অ্যাঙ্কেল মোড। W30 ফোনে থাকছে ওয়াটার ড্রপ নচ। অন্যদিকে W10 ফোনে তুলনামুলক চওড়া নচ ব্যবহার করেছে LG। দুটি ফোনের ভিতরেই থাকছে 4,000 mAh ব্যাটারি।
LG W10 এর দাম 8,999 টাকা। LG W30 এর দাম 9,999 টাকা। আজ দুপুর 12 টায় Amazon.in থেকে এই দুই ফোন বিক্রি শুরু হবে।
Jio গ্রাহকরা এই ফোনগুলি কিনলে 4,950 টাকা ক্যাশব্যাক পাবেন। একাধিক রঙে পাওয়া যাবে LG W10, W30।
ডুয়াল সিম LG W10 ফোনে Android Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে একটি 6.19 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P22 চিপসেট। সাথে থাকছে 3GB RAM আর 32 GB স্টোরেজ।
LG W10 ফোনে থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 5মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য LG W10 ফোনে রয়েছে 4G VoLTE, dual-band Wi-Fi, Bluetooth 4.2, GPS/ A-GPS, Micro-USB আর একটি 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে রয়েছে 4,000 mAh ব্যাটারি। LG W10 এর ওজন 164 গ্রাম।
ডুয়াল সিম LG W30 ফোনে Android Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে একটি 6.26 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P22 চিপসেট। সাথে থাকছে 3GB RAM আর 32 GB স্টোরেজ।
LG W30 ফোনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছেকটি 12 মেগাপিক্সেল আর একটি 2 মেগাপিক্সেল সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য LG W30 ফোনে রয়েছে 4G VoLTE, dual-band Wi-Fi, Bluetooth 4.2, GPS/ A-GPS, Micro-USB আর একটি 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে রয়েছে 4,000 mAh ব্যাটারি। LG W30 এর ওজন 172 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Airtel Discontinues Two Prepaid Recharge Packs in India With Data Benefits, Free Airtel Xtreme Play Subscription
Samsung Galaxy Phones, Devices Are Now Available via Instamart With 10-Minute Instant Delivery