চিনে লঞ্চ হল Meizu 16Xs। এই ফোনে রয়েছে 6.2 ইঞ্চি ইফঅঋ ডিসপ্লে, Snapdragon 675 চিপসেট, ট্রিপল রিয়ার ক্যামেরা আর 4,000 mAh ব্যাটারি। সম্প্রতি Snapdragon 855 চিপসেট সহ লঞ্চ হয়েছিল Meizu 16s। ফ্ল্যাগশিপ বাজারের পরে মিডরেঞ্জ বাজারের দখন নিতে লঞ্চ হল Meizu 16Xs।
Meizu 16Xs এর দাম শুরু হচ্ছে 1,698 ইউয়ান (প্রায় 17,100 টাকা) থেকে। কালো, নীল, কমলা ও সাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। 10 জুন চিনে এই ফোন বিক্রি শুরু হবে।
ডুয়াল সিম Meizu 16Xs ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির Flyme OS 7 চলবে। এই ফোনে রয়েছে একটি 6.2 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 675 চিপসেট, Adreno 612 GPU, 6GB RAM আর 128GB স্টোরেজ।
Meizu 16Xs ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় রয়েছে একটি 48 মেগাপিক্সেল Samsung ISOCELL সেন্সার। সাথে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।
Meizu 16Xs ফোনের ভিতরে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। কানেক্টিভিটির জন্য থাকছে USB Type-C port, ডুয়াল 4G VoLTE, Bluetooth v5। Meizu 16Xs এর ওজন 165 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন