ফেব্রুয়ারি মাসে লঞ্চ হবে Xiaomi-র পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন Mi 10। এবার Mi 10 ফোনের ছবি সামনে এল। আগামী মাসে Mi 10 এর সাথেই লঞ্চ হতে পারে Mi 10 Pro।
Photo Credit: Instagram/ techdroider
Mi 10 ফোনে কার্ভড ডিসপ্লে থাকবে
ফেব্রুয়ারি মাসে লঞ্চ হবে Xiaomi-র পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন Mi 10। এবার Mi 10 ফোনের ছবি সামনে এল। আগামী মাসে Mi 10 এর সাথেই লঞ্চ হতে পারে Mi 10 Pro। এই দুই ফোনের 5G কানেক্টিভিটি থাকবে। সম্প্রতি Qualcomm এর ইভেন্ট থেকে Xiaomi জানিয়েছিল Snapdragon 865 চিপসেট ব্যবহার করে প্রথম ফোন লঞ্চ করবে কোম্পানি। Mi 10 সিরিজে এই চিপসেট ব্যবহার হবে।
সম্প্রতি Mi 10 ফোনের ছবি ইন্টারনেটে প্রকাশিত হয়েছে। ছবিতে এই ফোনে কার্ভড ডিসপ্লে দেখা গিয়েছে। কার্ভড ডিসপ্লের বাঁ দিকে উপর থাকছে হোল-পাঞ্চ। সামনে থেকে এই ফোন দেখতে Galaxy S10 এর মতো। লঞ্চের সময় Mi 10 ফোনে Android অপারেটিং সিস্টেমের উপরে MIUI 11.0.2 স্কিন চলতে পারে।
ছবিতে Mi 10 ফোনের পিছনে চারটি ক্যামেরা দেখা গিয়েছে। সাথে থাকবে একটি এলইডি ফ্ল্যাশ। ফোনের পিছনে থাকছে গ্র্যাডিয়েন্ট ফিনিশ। ফোনের পিছনের প্যানেলে কোম্পানির লোগো থাকবে।
যদিও এখনও Mi 10 ফোনের স্পেসিফিকেশন নিয়ে মুখ খোলেনি Xiaomi। তবে বেজিংয়ের কোম্পানিটি জানিয়েছে এই ফোনে Snapdragon 865 চিপসেট থাকবে।
Mi 10 ফোনে একটি 6.5 ইঞ্চি 90Hz রিফ্রেশ রেটের OLED ডিসপ্লে থাকবে। ফোনের ভিতরে থাকবে Snapdragon 865 চিপসেট। ফোনের পিছনে থাকবে চারটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় Sony IMX686 সেন্সর থাকবে। সাথে থাকবে 20 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা, 12 মেগাপিক্সেল ক্যামেরা আর একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের ভিতরে থাকবে একটি 4,500 mAh ব্যাটারি। সাথে থাকবে 40W ফাস্ট চার্জ, 30W ওয়্যারলেস চার্জ আর 10W রিভার্স চার্জ সাপোর্ট।
আরও পড়ুন:
চারটি ক্যামেরা, সুপার ফাস্ট চার্জিং সহ এসে গেল Oppo F15
iPhone 12 সিরিজে লঞ্চ হবে চারটি নতুন স্মার্টফোন; সামনে এল বিভিন্ন ফিচার
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Astronomers Observe Star’s Wobbling Orbit, Confirming Einstein’s Frame-Dragging
Chandra’s New X-Ray Mapping Exposes the Invisible Engines Powering Galaxy Clusters