গত সপ্তাহে বাজারে এসেছিল Xiaomi-র নতুন ফ্যাবলেট Mi Max 3। এই ফোনে রয়েছে বিশাল 6.9 ইঞ্চি ডিসপ্লে আর 5500 mAh ব্যাটারি। এর সাথেই Mi Max 3 এর ভিতরে রয়েছে একটি Snapdragon 636 চিপসেট। এই ফোনের সাথেই Mi Max 3 Pro লঞ্চের খবর পাওয়া গিয়েছিল। একসাথে লঞ্চ না হলেও শোনা যাচ্ছিল পরে Mi Max 3 Pro ফোন লঞ্চ করবে Xiaomi। এই ফোন Snapdragon 710 চিপসেট থাকতে পারে বলেও শোনা যাচ্ছিল। তবে এই ফোন লঞ্চের কোন পরিকল্পনাই যে তাদের নেই সেই কথা পরিষ্কার জানিয়ে দিল Xiaomi।
কোম্পানির প্রোডাক্ট মার্কেটিং এর ডিরেক্টার ঝিন ঝিউয়ান চিনের এক সোশাল মিডিয়া সাইটে বলেন Mi Max 3 Pro নামে কোন ডিভাইস লঞ্চ করবে না Xiaomi।
তবে Snapdragon 710 চিপসেট ব্যবহার করে একাধিক নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে চিনের কোম্পানিটি। সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছে Snapdragon 710 চিপসেট ব্যবহার করে অন্তত দুটি স্মার্টফোন লঞ্চ করবে Xiaomi। এর মধ্যে একটি ফোন Mi 8 SE ইতিমধ্যেই বাজারে এসেছে। এই ফোনে Snapdragon 710 চিপসেটের সাথে OLED ডিসপ্লে, 3120 mAh ব্যাটারি ডুয়াল ক্যামেরা রয়েছে।
যদিও অন্য ফোনটি এখনো বাজারে আসেনি। এই ফোনেও Snapdragon 710 চিপসেটের সাথে OLED ডিসপ্লে, 3100 mAh ব্যাটারি, IR ব্লাস্টার থাকবে বলে জানা গিয়েছে। তবে এই ফোনে NFC ও microSD কার্ড সাপোর্ট থাকবে না।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন