অবশেষে বাজারে এল Moto G Pro। সম্প্রতি জার্মানিতে এই ফোন লঞ্চ হয়েছে।
Moto G Pro
অবশেষে বাজারে এল Moto G Pro। সম্প্রতি জার্মানিতে এই ফোন লঞ্চ হয়েছে। এখনই বিক্রি শুরু না হলেও জার্মানিতে কোম্পানির ওয়েবসাইটে এই ফোন কেনার আগ্রহ দেখাতে পারবেন গ্রাহকরা। এই ফোনে রয়েছে Snapdragon 665 চিপসেট। সঙ্গে রয়েছে স্টাইলাস সাপোর্ট। যদিও ভারতে কবে এই ফোন লঞ্চ হবে জানা যায়নি।
জার্মানিতে Moto G Pro'র দাম 329 ইউরো (প্রায় 27,400 টাকা)। 4GB RAM + 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। জার্মানিতে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে এই ফোন কেনার জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে।
ডুয়াল সিম Moto G Pro-তে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে 6.4 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 665 চিপসেট, 4GB RAM ও 128GB স্টোরেজ।
এই ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল ক্যামেরা। সঙ্গে রয়েছে 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলার জন্য় এই ফোনে 16 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে কোম্পানিটি।
Moto G Pro-তে রয়েছে 4,000 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 15W ফাস্ট চার্জিং। কানেক্টিভিটির জন্য রয়েছে 4G LTE, USB Type-C পোর্ট, 3.5 মিমি অডিও জ্যাক।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
NASA Evaluates Early Liftoff for SpaceX Crew-12 Following Rare ISS Medical Evacuation
Sarvam Maya Set for OTT Release on JioHotstar: All You Need to Know About Nivin Pauly’s Horror Comedy