Motorola Moto G36 চীনের TENAA প্ল্যাটফর্মে XT2533-4 মডেল নম্বর সহ লিস্টেড হয়েছে।
Photo Credit: Motorola
Moto G35 গত বছর ডিসেম্বরে লঞ্চ হয়েছিল
Moto G36 বাজারে আসতে খুব বেশি দেরি নেই, কারণ এটি আরও একটি সার্টিফিকেশন সাইটে হাজির হয়েছে। মটোরোলা অফিসিয়াল লঞ্চের তারিখ এখনও ঘোষণা করেনি, তবে চীনের TENAA ছবি এবং স্পেসিফিকেশন সহ ফোনটিকে তাদের প্ল্যাটফর্মে তালিকাভুক্ত করেছে। লিস্টিং থেকে জানা গিয়েছে, Moto G36-এর সামনের দিকে 6.72 ইঞ্চি ডিসপ্লে থাকবে। হ্যান্ডসেটটির ব্যাটারি প্রায় 7,000mAh ক্যাপাসিটির কাছাকাছি থাকবে। এতে 50 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম ও একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হবে। Moto G36 গত বছরের Moto G35-এর উত্তরসূরি হিসেবে মার্কেটে আসতে চলেছে।
XT2533-4 মডেল নম্বর সহ একটি নতুন Motorola স্মার্টফোন চীনের TENAA কর্তৃপক্ষের থেকে শংসাপত্র পেয়েছে। এটি Moto G36 নামে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। লিস্টিং অনুসারে, আসন্ন ফোনটিতে 6.72 ইঞ্চি TFT ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন 1,080×2,400 পিক্সেল। হ্যান্ডসেটে একটি অক্টা কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। চিপটির নাম অজানা, তবে কোরের বেস ফ্রিকোয়েন্সি 2.4 গিগাহার্টজ।
মোটো জি36 একাধিক র্যাম ও স্টোরেজ ভেরিয়েন্ট উপলব্ধ হবে। এটি 4 জিবি + 6 জিবি + 8 জিবি র্যাম এবং 64 জিবি + 128 জিবি + 256 জিবি অনবোর্ড স্টোরেজ অপশনে লঞ্চ হতে পারে। এতে ফটোগ্রাফির জন্য ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ মিলবে, যার মধ্যে একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা থাকবে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনের দিকে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে।
Moto G36 ফোনটিতে 6,790mAh ব্যাটারি থাকার কথা বলা হয়েছে, যা সম্ভবত 7,000mAh ব্যাটারি হিসেবেই প্রচার করা হবে। সার্টিফিকেশন সাইটে ডিভাইসটি বেগুনি রঙে দেখা গিয়েছে। এতে সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার থাকতে পারে। এর পরিমাপ 166.3×76.5×8.7 মিমি এবং ওজন 210 গ্রাম হওয়ার সম্ভাবনা।
Motorola এখনও Moto G36 এর লঞ্চের বিষয়ে কিছু জানায়নি। তবে এটি একটি বাজেট-ফ্রেন্ডলি ডিভাইস হবে বলে আশা করা হচ্ছে এবং গত বছরের Moto G35 5G মডেলটির তুলনায় বেশ কিছু আপগ্রেড পেতে পারে। উল্লেখ্য, এটি গত বছর ডিসেম্বরে ভারতে 9,999 টাকায় লঞ্চ হয়েছিল, যা 4 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ছিল।
Moto G35 5G-এর স্পেসিফিকেশনের কথা বললে, এই ফোনে কর্নিং গরিলা গ্লাস 3 সহ 6.72-ইঞ্চি ফুল-এইচডি+ IPS LCD ডিসপ্লে, Android 14, Unisoc T760 প্রসেসর, 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 50 মেগাপিক্সেল মেইন সেন্সর + 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স সহ ডুয়াল রিয়ার ক্যামেরা, ও 18W ফাস্ট চার্জিং সমর্থন সহ 5,000mAh ব্যাটারি রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন