Moto G57 Power ভারতে নভেম্বর 24 লঞ্চ হবে। ফোনটিতে 120 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.7 ইঞ্চি ডিসপ্লে রয়েছে।
Photo Credit: Motorola
Moto G57 Power comes with a 50-megapixel Sony LYT-600 camera sensor
Motorola ভারতে Moto G57 Power আনতে চলেছে। ফোনটি Snapdragon 6s Gen 4 চিপসেটের সঙ্গে নভেম্বর 24 এ দেশে লঞ্চ হবে। এটি চলতি মাসেই গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করেছে। আর এখন পরবর্তী গন্তব্য ভারত। স্মার্টফোনটির মাইক্রোসাইট ইতিমধ্যেই ফ্লিপকার্টে লাইভ হয়েছে। সেখানে স্পেসিফিকেশন ও ফিচার্স উল্লেখ করা হয়েছে। Moto G57 Power-এর বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে 7,000mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল Sony LYT-600 ক্যামেরা সেন্সর, ও 120 হার্টজ FHD ডিসপ্লে। এছাড়াও, Dolby Atmos ডুয়াল স্টেরিও স্পিকার, 24 জিবি পর্যন্ত র্যাম (ভার্চুয়াল র্যাম ধরে), এবং হাই-রেজ অডিও থাকবে।
মোটোরোলা জানিয়েছে, মোটো জি57 পাওয়ার হল দুনিয়ার প্রথম স্মার্টফোন যা স্ন্যাপড্রান 6এস জেন 4 প্রসেসরে রান করে। এটি ভারতে 8 জিবি র্যাম ও 128 জিবি অনবোর্ড স্টোরেজ অপশনে আসবে বলে নিশ্চিত করেছে কোম্পানি। আবার র্যাম বুস্ট ফিচারের সাহায্যে র্যাম 24 জিবি পর্যন্ত ভার্চুয়ালি বৃদ্ধি করা সম্ভব। এতে 7,000mAh সিলিকন-কার্বন ব্যাটারি রয়েছে। এটি 60 ঘন্টা ব্যাকআপ দেবে বলে দাবি করা হয়েছে।
Moto G57 Power একটি 6.72 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে আসছে, যা FHD+ রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, এবং 1050 নিট ব্রাইটনেস (HBM) সমর্থন করে। স্ক্রিনে Corning Gorila 7i প্রোটেকশন রয়েছে। স্মার্ট ওয়াটার টাচ ফিচার থাকার ফলে ভেজা আঙুল দিয়েও ফোন চালানো যাবে। ফোনটির ব্যাক প্যানেল ভিগান লেদার দিয়ে তৈরি। এটি বিশেষভাবে বাছাই করা তিনটি আকর্ষণীয় রঙের বিকল্পে উপলব্ধ হবে।
ডিভাইসটির পিছনে ট্রিপল ক্যামেরা রয়েছে।। এটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, এবং 3-ইন-ওয়ান লাইট সেন্সর নিয়ে গঠিত। সেলফি এবং ভিডিও কলের জন্য, একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা আছে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ছবির মান উন্নত করার টুল ফোনের ভিতরেই দেওয়া থাকবে।
নতুন ফোনটিতে Android 16 প্রি-ইনস্টলড থাকবে যা Android 17 অপারেটিং সিস্টেমে আপগ্রেড করার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থা। একটাই মেজর OS আপগ্রেড থাকলেও, তিন বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। এতে IP64-স্তরের জল ও ধুলো প্রতিরোধী ক্ষমতা এবং মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি (MIL-810H) আছে। ইউরোপে Moto G57 Power-এর দাম 279 ইউরো যা ভারতীয় মুদ্রায় প্রায় 28,650 টাকা। ভারতে অবশ্য এত দাম হওয়ার সম্ভাবনা নেই। এটি 13,000 টাকা থেকে 14,000 টাকার মধ্যে লঞ্চ হবে বলে আশা করা যায়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Scientists Unveil Screen That Produces Touchable 3D Images Using Light-Activated Pixels
SpaceX Expands Starlink Network With 29-Satellite Falcon 9 Launch
Nancy Grace Roman Space Telescope Fully Assembled, Launch Planned for 2026–2027
Hell’s Paradise Season 2 OTT Release Date: When and Where to Watch it Online?