Moto G67 Power 5G নভেম্বর 12 থেকে কোম্পানির অনলাইন স্টোর এবং ফ্লিপকার্টের মাধ্যমে বিক্রি হবে।
Photo Credit: Motorola
Moto G67 Power 5G Supports 4K Recording on Both Cameras
Motorola আজ ভারতে নতুন Moto G67 Power 5G লঞ্চের ঘোষণা করলো। সাধ্যের মধ্যে লঞ্চ হওয়া এই স্মার্টফোনের প্রধান দুই আকর্ষণ হল 7,000mAh ব্যাটারি ও 50 মেগাপিক্সেল Sony LYTIA 600 ক্যামেরা সেন্সর। ফোনটিতে Snapdragon 7s Gen 2 প্রসেসর ব্যবহার করেছে মোটোরোলা। এটি তিনটি আকর্ষণীয় রঙের ভেগান লেদার ব্যাক প্যানেলের সঙ্গে এসেছে। Moto G67 Power 5G এর বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে IP64 জল ও ধুলোরোধী ফ্রেম, Dolby Atmos ডুয়াল স্টেরিও স্পিকার, 24 জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম, মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি (MIL-810H), হাই-রেজ অডিও সাপোর্ট।
মোটো জি67 পাওয়ার 5G একটি 6.7 ইঞ্চি এলসিডি ডিসপ্লের সঙ্গে এসেছে, যা FHD+ রেজোলিউশন (2,400 x 1,080 পিক্সেল), 120 হার্টজ রিফ্রেশ রেট, ও HDR10+ সাপোর্ট করে। ডিসপ্লেটি SGS লো ব্লু লাইট সার্টিফায়েড। এর অর্থ হল, স্ক্রিন থেকে কম নীল আলো নির্গত হবে ও ব্যবহারকারীরা তাদের চোখে চাপ বা ক্লান্তি বেশি অনুভব করবে না। স্ক্রিনে Corning Gorila 7i প্রোটেকশন এবং অ্যান্টি-ফিঙ্গারপ্রিন্ট কোটিং রয়েছে। অ্যাকুয়া টাচ সাপোর্ট থাকার কারণে ভেজা আঙূল দিয়েও ফোন চালানো যাবে।
মোটোরোলার নতুন ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ আছে। এটি f/1.8 অ্যাপারচার ও কোয়াড পিক্সেল টেকনোলজি সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, f/2.2 অ্যাপারচার সহ 8 একটি মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও একটি 2-ইন-ওয়ান ফ্লিকার সেন্সর নিয়ে গঠিত। সেলফি এবং ভিডিও কলের জন্য, একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ব্যাক ও ফ্রন্ট উভয় ক্যামেরা 4K ভিডিও রেকর্ড সাপোর্ট করে।
Moto G67 Power 5G চলবে Snapdragon 7s Gen 2 প্রসেসরে। এটি 8 জিবি র্যাম ও 128 জিবি/256 জিবি স্টোরেজ অপশনে উপলব্ধ। র্যাম বুস্ট ফিচারের সাহায্যে র্যাম 24 জিবি পর্যন্ত ভার্চুয়ালি বৃদ্ধি করা সম্ভব। এতে 30W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 7,000mAh সিলিকন-কার্বন ব্যাটারি রয়েছে। কোম্পানির দাবি, এটি ফুল চার্জে 130 ঘন্টা মিউজিক প্লেব্যাক, 33 ঘন্টা ভিডিও প্লেব্যাক, ও 49 ঘন্টা কলিং টাইম অফার করবে।
নতুন ফোনটিতে Android 15 প্রি-ইনস্টলড আছে যা Android 16 অপারেটিং সিস্টেমে আপগ্রেড করা হবে। মেজর OS আপগ্রেড একটাই মিলবে, তবে সিকিউরিটি আপডেট 3 বছর পাওয়া যাবে। হ্যান্ডসেটটির অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট রিডার, থিঙ্কশিল্ড, ফেস আনলক, ডুয়াল ব্যান্ড Wi-Fi, ইত্যাদি।
Moto G67 Power 5G এর দাম ভারতে 15,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস ভেরিয়েন্টে 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ আছে। ফোনটি 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজের একটি টপ মডেলেও পাওয়া যাবে, যার দাম পরবর্তীতে প্রকাশ করা হবে। বিশেষ অফারের অংশ হিসাবে, ফোনের বেস মডেল 14,999 টাকায় কেনা যাবে। এটি প্যানটোন প্যারাসুট পার্পল, প্যানটোন ব্লু কুরাকাও, এবং প্যানটোন সিলান্ট্রো রঙে উপলব্ধ। ফোনটি নভেম্বর 12 থেকে কোম্পানির অনলাইন স্টোর এবং ফ্লিপকার্টের মাধ্যমে বিক্রি হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন