Moto G67 Power 5G Features a 7000mAh Battery
Photo Credit: Motorola
Motorola নভেম্বর 5 ভারতে Moto G67 Power 5G রিলিজ করেছিল। লঞ্চ হওয়ার এক সপ্তাহের মাথায় ফোনের সেল শুরু হয়েছে। মধ্যবিত্তের বাজেটে আগমন ঘটা এই স্মার্টফোনে 7,000mAh ব্যাটারি ও একটি 50 মেগাপিক্সেল Sony LYTIA 600 ক্যামেরা রয়েছে। এটি Snapdragon 7s Gen 2 চিপসেটের সঙ্গে এসেছে। Jio ব্যবহারকারীরা ফোনটির সঙ্গে 10,000 টাকার বেনিফিট পাবে। Moto G67 Power 5G মডেলটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ভিগান লেদার ব্যাক প্যানেল, মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি (MIL-810H), 24 জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম, অ্যান্টি-ফিঙ্গারপ্রিন্ট কোটিং, এবং IP64-স্তরের জল ও ধুলোরোধী ক্ষমতা।
Moto G67 Power 5G এর 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজের দাম ভারতে 15,999 টাকা ধার্য করা হয়েছে। তবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, বাজাজ ফাইন্যান্স, অ্যাক্সিস ব্যাঙ্ক, ও আইডিএফসি ব্যাঙ্ক গ্রাহকরা 1,000 টাকা ছাড় পাবেন। এর ফলে দাম 14,999 টাকায় নেমে আসবে। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস এবং ফ্লিপকার্ট এসবিআই ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা 1,745 টাকা ক্যাশব্যাক পাবে।
কেউ যদি মোটোরোলার এই ফোন কিনে Reliance Jio এর 449 প্রিপেইড প্ল্যান ব্যবহার করেন, তাহলে মোট 10,000 টাকার সুবিধা পাবে। যার মধ্যে 2,000 টাকা ক্যাশব্যাক ও 8,000 টাকা মূল্যের অতিরিক্ত পার্টনার কুপন রয়েছে। হ্যান্ডসেটটি প্যানটোন প্যারাসুট পার্পল, প্যানটোন ব্লু কুরাকাও, এবং প্যানটোন সিলান্ট্রো রঙে কোম্পানির অনলাইন স্টোর, ফ্লিপকার্ট, ও অফলাইন দোকানগুলোর মাধ্যমে বিক্রি হচ্ছে।
স্পেসিফিকেশনের কথা বললে, মোটো জি67 পাওয়ার 5G ফোনের পিছনে f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল Sony LYT 600 প্রাইমারি ক্যামেরা, f/2.2 অ্যাপারচার সহ 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও একটি 2-ইন-ওয়ান ফ্লিকার সেন্সর রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে একটি 32 মেগাপিক্সেল (ওয়াইড) ক্যামেরা আছে। ব্যাক ও ফ্রন্ট উভয় ক্যামেরা 4K ভিডিও রেকর্ড সাপোর্ট করে। নতুন ফোনটিতে Android 15 প্রি-ইনস্টলড আছে যা Android 16 ভার্সনে আপগ্রেড করা যাবে।
ফোনটির 6.7 ইঞ্চি এলসিডি স্ক্রিন 120 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন (2,400 x 1,080 পিক্সেল), এবং HDR10+ সাপোর্ট করে।এই স্ক্রিনে Corning Gorila 7i কভার এবং অ্যান্টি-ফিঙ্গারপ্রিন্ট কোটিং আছে। ভেজা আঙুল দিয়েও ফোন চালানো যাবে। র্যাম বুস্ট ফিচারের সাহায্যে র্যাম 24 জিবি পর্যন্ত ভার্চুয়ালি বৃদ্ধি করা সম্ভব। এতে 7,000mAh সিলিকন-কার্বন ব্যাটারি রয়েছে যা 30W ফাস্ট চার্জিং সমর্থন করে। ডিভাইসটিতে 4 ন্যানোমিটার প্রসেসর ব্যবহার করা হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.