Moto G67 Power 5G ট্রিপল ক্যামেরার সঙ্গে এসেছে৷ এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও একটি 2-ইন-ওয়ান ফ্লিকার সেন্সর আছে। সেলফি এবং ভিডিও কলের জন্য, 32 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ব্যাক এবং ফ্রন্ট উভয় ক্যামেরা 4K ভিডিও রেকর্ড সাপোর্ট করে৷
সেপ্টেম্বরে ও অক্টোবরে OnePlus 15, iQOO 15, এবং Realme GT 8 Pro এর মতো যে সব ফ্ল্যাগশিপ ফোন চীনে লঞ্চ হয়েছে, তারা নভেম্বরে ভারতে আসছে৷ এই মাসে প্রিমিয়াম ফোন ছাড়াও Lava Agni 4 এবং Moto G67 Power 5G এর মতো মিড-রেঞ্জ ডিভাইস রিলিজ হতে চলেছে৷