Photo Credit: OnLeaks/ MySmartPrice
2019 সালে Moto G7 সিরিজের একাধিক স্মার্টফোন বাজারে আনবে Motorola। এর মধ্যে সবথেকে কম দামের Moto G7 Play ফোনের স্পেসিফিকেশান সামনে এল। সম্প্রতি এক বেঞ্চমার্কিং ওয়েবসাইট থেকে জানা গিয়েছে Moto G7 Play ফোনে থাকবে Snapdragon 625 চিপসেট আর 3GB RAM। এছাড়াও লঞ্চের সময় Moto G7 Play ফোনে লেটেস্ট Android 9.0 আপডেট চলবে।
আরও পড়ুন: কত দামে বিক্রি হবে Samsung Galaxy M10 আর Galaxy M20? জেনে নিন
2019 সালে Moto G7 সিরিজে মোট চারটি স্মার্টফোন লঞ্চ করবে Motorola। এই ফোন গুলি হল Moto G7, Moto G7 Play, Moto G7 Plus আর Moto G7 Power।
আরও পড়ুন: মোট কত গ্রাহক Jio ব্যবহার করেন? কত লাভ করেছে Jio? জেনে নিন
Moto G7 ফোনে Snapdragon 660 চিপসেট থাকলেও Moto G7 Play ফোনে থাকতে পারে Snapdragon 625 চিপসেট। Moto G7 Play ফোনে থাকবে সিঙ্গেল রিয়ার ক্যামেরা। রিয়াল ক্যামেরার নীচভে থাকতে পারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ডিসপ্লের উপরে থাকতে চলেছে তুলনামুলক চওড়া ডিসপ্লে। 2019 সালের ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস ইভেন্টে লঞ্চ হতে পারে Moto G7 সিরিজের ফোনগুলি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন