Photo Credit: 91Mobiles
Moto G8 ও Moto G8 Power ফোনের ছবি ও স্পেসিফিকেশন ফাঁস হল। এই দুই ফোনে থাকতে পারে Snapdragon 665 চিপসেট। নতুন দুটি ফোনেই থাকতে পারে হোল-পাঞ্চ ডিসপ্লে। ফোনের পিছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। Android 10 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ হবে Moto G8 ও Moto G8 Power।
Moto G8 -এ থাকবে রকটি 6.39 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের পিছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। 2GB, 3GB, 4GB RAM আর 32GB, 64GB স্টোরেজে পাওয়া যাবে এই ফোন। ফোনের ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি। সঙ্গে থাকবে 10W চার্জার।
12GB RAM সহ ফেব্রুয়ারিতেই নতুন ফোন আনছে Motorola!
Moto G8 ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে থাকবে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য Moto G8-এ থাকছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। 91Mobiles ওয়েবসাইটে Moto G8 ফোনের ছবি সামনে এসেছে।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
Moto G8 Power-এ থাকবে 6.36 ইঞ্চি FHD+ ডিসপ্লে। 4GB RAM + 64GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। Moto G8 Power ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে থাকবে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সঙ্গে একটি অতিরিক্ত 8 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। সেলফি তোলার জন্য Moto G8 Power-এ থাকবে 25 মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনের ভিতরে থাকতে পারে 5,000 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন