Moto G14-এর উত্তরসূরী হিসেবে লঞ্চ হতে পারে একদম নতুন মতো G15

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 12 ডিসেম্বর 2024 10:55 IST
হাইলাইট
  • Moto G15-হ্যান্ডসেটটিতে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে
  • হ্যান্ডসেটটিতে জল থেকে সুরক্ষার জন্য IP54-রেটিং যুক্ত করা হতে পারে
  • বিগত বছরে উন্মোচিত Moto G14-এর উত্তরসূরী হিসেবে আসতে পারে Moto G15

Moto G14 লঞ্চ হয়েছিল গত বছরের আগস্টে

Photo Credit: Moto

বেশ কিছু সপ্তাহ ধরে Moto G15 আলোচনার বিষয়বস্তু হয়ে আছে, তবে এখনো পর্যন্ত Motorola কোম্পানি নতুন G সিরিজের ফোনটি নিয়ে কোনো কিছু উল্লেখ করেনি। কিন্তু ইতিমধ্যেই হ্যান্ডসেটটির সম্পূর্ণ স্পেসিফিকেশন অনলাইনের মাধ্যমে ফাঁস হয়ে গিয়েছে। টিপ করা হয়েছে যে, Moto G15 হ্যান্ডসেটটিতে একটি 6.72 ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে এবং এটি MediaTek Helio G81 Extreme চিপসেট দ্বারা চালিত হতে পারে। সম্ভবত এটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা এবং একটি 5,200mAh ব্যাটারী থাকবে। Motorola G15, বিগত বছরে উন্মোচিত Moto G14-এর উত্তরসূরী হিসেবে আসতে পারে।

Motorola G15-এর ফাঁস হওয়া স্পেসিফিকেশন:

টিপস্টার Sudhanshu Ambhore (@Sudhanshu1414), 91Mobiles-এর সহযোগিতায় কোম্পানি দ্বারা অঘোষিত Motorola G15-হ্যান্ডসেটটির স্পেসিফিকেশনগুলি ফাঁস করেছে। টিপস্টারের মতে আলোচিত Moto হ্যান্ডসেটটিতে একটি 6.72 ইঞ্চির Full-HD+ (1,080×2,400পিক্সেল) IPS LCD ডিসপ্লে, যেটির রিফ্রেশ রেট 60Hz, পিক্সেল ডেন্সিটি 391ppi, 86.71% স্ক্রিন-টু-বডি রেশিও এবং 20:9 স্ক্রিন-টু-বডি রেশিও থাকবে। স্ক্রিনটিতে HDR10+এর সমর্থন এবং কর্নিং গরিলা গ্লাস 3 এর সুরক্ষা থাকতে পারে।

হ্যান্ডসেটটি Mali G52 MC2 CPU-এর সাথে MediaTek Helio G81 Extreme চিপসেট দ্বারা চালিত হতে পারে। চিপসেটটি 8জিবি LPDDR4x RAM এবং 256জিবি অন্তর্ভুক্ত স্টোরেজ দ্বারা সজ্জিত হয়ে আসতে পারে। বলা হয়েছে যে, ডুয়াল সিম সমৃদ্ধ এই স্মার্টফোনটি Android 15 দ্বারা চালিত হবে।

সম্ভবত এটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট থাকবে, যার মধ্যে f/1.8 অ্যাপারচার সহ একটি 50 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা হবে এবং f/2.4 অ্যাপারচার সহ একটি 5 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা হবে। ফোনটিতে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও থাকতে পারে।

সংযোগের ক্ষেত্রে এটিতে ডুয়াল ব্যান্ড WiFi, ব্লুটুথ 5.4, একটি USB Type-C পোর্ট, একটি 3.5 মিমির অডিও জ্যাক এবং NFC যুক্ত করা হতে পারে। বলা হয়েছে যে, আসন্ন ফোনটিতে অ্যাক্সিলোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, জাইরোস্কোপ এবং প্রক্সিমিটি সেন্সর যুক্ত করা হবে। এছাড়াও নিরাপত্তার জন্য ফোনটির ভিতরে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। এটিতে ডলবি অ্যাটমোসের সাথে একটি স্টিরিও স্পিকার থাকবে বলে জানা গিয়েছে।

আশা করা যাচ্ছে যে, Moto G15 হ্যান্ডসেটটি ভেগান লেদার ফিনিসের সাথে আসবে এবং এটিতে জল এর ফোঁটা থেকে সুরক্ষার জন্য একটি IP54 রেটিংও যুক্ত করা হবে। এটিতে 18W-এর দ্রুত চার্জিং সমর্থিত একটি 5200mAh-এর ব্যাটারী থাকতে পারে। রিপোর্ট অনুযায়ী এটির পরিমাপ 165.7x 76x8.17মিমি এবং ওজন 190গ্রাম হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Moto G15, Moto G15 Specifications, Motorola
রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 8,300mAh ব্যাটারির সঙ্গে OnePlus Ace 6T ডিসেম্বর 3 লঞ্চ হচ্ছে, থাকছে 165Hz ডিসপ্লে
  2. Realme C85 5G কাল ভারতে আসছে, এত সস্তায় 144Hz ডিসপ্লে, 7,000mAh ব্যাটারির ফোন বিশ্বাস হবে না
  3. Oppo A6x স্মার্টফোনের দাম ফাঁস, সস্তায় 6,500mAh ব্যাটারির সঙ্গে ভারতে লঞ্চ হবে
  4. বাজেট ফোন Redmi 15C 5G ডিসেম্বরে ভারতে আসছে, লঞ্চ ডেট ঘোষণা হল, দাম কত হবে জেনে নিন
  5. Xiaomi 17 Ultra দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে বাজারে আসছে, DSLR যুগ কি শেষ?
  6. Nothing Phone 3a Lite স্টাইলিশ লুকস ও স্মার্ট ফিচার্স নিয়ে কম দামে ভারতে লঞ্চ হল
  7. এত কম দামে ফোল্ডেবল ফোন! 60,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে Samsung Galaxy Z Fold 6
  8. Redmi 15C এর দাম ভারতে আসার আগেই ফাঁস, কম দামে 6,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা থাকবে
  9. Realme P4x ডিসেম্বর 4 লঞ্চ হচ্ছে, থাকবে 144Hz ডিসপ্লে ও 7,000mAh ব্যাটারি, 120 FPS-এ গেম খেলা যাবে
  10. Poco F8 Pro ও Poco F8 Ultra বাজার কাঁপিয়ে লঞ্চ হল, প্রসেসর, ক্যামেরা, এবং ফিচার্সে চমক
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.