Moto G14-এর উত্তরসূরী হিসেবে লঞ্চ হতে পারে একদম নতুন মতো G15

Motorola G15-হ্যান্ডসেটটিতে একটি 5,200mAh-এর ব্যাটারী থাকতে পারে

Moto G14-এর উত্তরসূরী হিসেবে লঞ্চ হতে পারে একদম নতুন মতো G15

Photo Credit: Moto

Moto G14 লঞ্চ হয়েছিল গত বছরের আগস্টে

হাইলাইট
  • Moto G15-হ্যান্ডসেটটিতে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে
  • হ্যান্ডসেটটিতে জল থেকে সুরক্ষার জন্য IP54-রেটিং যুক্ত করা হতে পারে
  • বিগত বছরে উন্মোচিত Moto G14-এর উত্তরসূরী হিসেবে আসতে পারে Moto G15
বিজ্ঞাপন

বেশ কিছু সপ্তাহ ধরে Moto G15 আলোচনার বিষয়বস্তু হয়ে আছে, তবে এখনো পর্যন্ত Motorola কোম্পানি নতুন G সিরিজের ফোনটি নিয়ে কোনো কিছু উল্লেখ করেনি। কিন্তু ইতিমধ্যেই হ্যান্ডসেটটির সম্পূর্ণ স্পেসিফিকেশন অনলাইনের মাধ্যমে ফাঁস হয়ে গিয়েছে। টিপ করা হয়েছে যে, Moto G15 হ্যান্ডসেটটিতে একটি 6.72 ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে এবং এটি MediaTek Helio G81 Extreme চিপসেট দ্বারা চালিত হতে পারে। সম্ভবত এটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা এবং একটি 5,200mAh ব্যাটারী থাকবে। Motorola G15, বিগত বছরে উন্মোচিত Moto G14-এর উত্তরসূরী হিসেবে আসতে পারে।

Motorola G15-এর ফাঁস হওয়া স্পেসিফিকেশন:

টিপস্টার Sudhanshu Ambhore (@Sudhanshu1414), 91Mobiles-এর সহযোগিতায় কোম্পানি দ্বারা অঘোষিত Motorola G15-হ্যান্ডসেটটির স্পেসিফিকেশনগুলি ফাঁস করেছে। টিপস্টারের মতে আলোচিত Moto হ্যান্ডসেটটিতে একটি 6.72 ইঞ্চির Full-HD+ (1,080×2,400পিক্সেল) IPS LCD ডিসপ্লে, যেটির রিফ্রেশ রেট 60Hz, পিক্সেল ডেন্সিটি 391ppi, 86.71% স্ক্রিন-টু-বডি রেশিও এবং 20:9 স্ক্রিন-টু-বডি রেশিও থাকবে। স্ক্রিনটিতে HDR10+এর সমর্থন এবং কর্নিং গরিলা গ্লাস 3 এর সুরক্ষা থাকতে পারে।

হ্যান্ডসেটটি Mali G52 MC2 CPU-এর সাথে MediaTek Helio G81 Extreme চিপসেট দ্বারা চালিত হতে পারে। চিপসেটটি 8জিবি LPDDR4x RAM এবং 256জিবি অন্তর্ভুক্ত স্টোরেজ দ্বারা সজ্জিত হয়ে আসতে পারে। বলা হয়েছে যে, ডুয়াল সিম সমৃদ্ধ এই স্মার্টফোনটি Android 15 দ্বারা চালিত হবে।

সম্ভবত এটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট থাকবে, যার মধ্যে f/1.8 অ্যাপারচার সহ একটি 50 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা হবে এবং f/2.4 অ্যাপারচার সহ একটি 5 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা হবে। ফোনটিতে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও থাকতে পারে।

সংযোগের ক্ষেত্রে এটিতে ডুয়াল ব্যান্ড WiFi, ব্লুটুথ 5.4, একটি USB Type-C পোর্ট, একটি 3.5 মিমির অডিও জ্যাক এবং NFC যুক্ত করা হতে পারে। বলা হয়েছে যে, আসন্ন ফোনটিতে অ্যাক্সিলোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, জাইরোস্কোপ এবং প্রক্সিমিটি সেন্সর যুক্ত করা হবে। এছাড়াও নিরাপত্তার জন্য ফোনটির ভিতরে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। এটিতে ডলবি অ্যাটমোসের সাথে একটি স্টিরিও স্পিকার থাকবে বলে জানা গিয়েছে।

আশা করা যাচ্ছে যে, Moto G15 হ্যান্ডসেটটি ভেগান লেদার ফিনিসের সাথে আসবে এবং এটিতে জল এর ফোঁটা থেকে সুরক্ষার জন্য একটি IP54 রেটিংও যুক্ত করা হবে। এটিতে 18W-এর দ্রুত চার্জিং সমর্থিত একটি 5200mAh-এর ব্যাটারী থাকতে পারে। রিপোর্ট অনুযায়ী এটির পরিমাপ 165.7x 76x8.17মিমি এবং ওজন 190গ্রাম হবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff
 ...অধিক
        
    

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. সেপ্টেম্বরেই Samsung-এর বড় আপডেট, একঝাঁক স্মার্টফোনে আসছে Android 16
  2. iPhone 17 Air: বিশ্বের সবচেয়ে পাতলা আইফোন আসছে আগামীকাল, দাম কত হবে
  3. iPhone 17 সিরিজের সঙ্গেই আসতে পারে AirPods Pro 3, ধরবে হার্ট ও কানের রোগ!
  4. Oppo F31 5G সিরিজ 15 সেপ্টেম্বর দেশে আসছে, দাম, ফিচার্স কেমন হবে দেখে নিন
  5. ক্যামেরা এবং AI ফিচার্সে ধামাকা, লঞ্চ হল Motorola Edge 60 Neo, দাম জেনে নিন
  6. Motorola একজোড়া দুর্দান্ত বাজেট ফোন আনল, 7,000mAh ব্যাটারি ও 4K ক্যামেরা রয়েছে
  7. দাম বাড়লেও বিক্রি কমবে না, উন্নত ফিচার্সে বাজিমাত করতে চলেছে iPhone 17 সিরিজ
  8. 6,000mAh ব্যাটারি, চারটি ক্যামেরার সঙ্গে আত্মপ্রকাশ করল Oppo Reno 14 FS 5G
  9. Lava Bold N1 5G: দেশের সবচেয়ে সস্তা 5G ফোন লঞ্চ হল, কম দামে দুর্দান্ত ফিচার্স
  10. 7,000mAh ব্যাটারি সহ Oppo F31 সিরিজ আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে, দাম ফাঁস হল
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »