Motorola Edge 50 Pro স্মার্টফোনে সমস্ত অফার মিলিয়ে 13,000 টাকার বেশি সাশ্রয় করা যাচ্ছে।
Photo Credit: Motorola
Motorola Edge 50 Pro comes with 125W fast charging support
2026 সাল এগিয়ে আসতেই পুরনো স্টক খালি করার লক্ষ্যে বেশ কয়েকটি স্মার্টফোন আকর্ষণীয় ডিসকাউন্টে বিক্রি করছে নির্মাতারা। সেই সমস্ত ফোনগুলির মধ্যে অন্যতম হল Motorola Edge 50। মোটোরোলার দুর্দান্ত মিড-রেঞ্জ ফোনটি এখন প্রায় 13,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে। এটি তার দামের রেঞ্জে একমাত্র ফোন যা 125W ফাস্ট চার্জিং সাপোর্টের সঙ্গে এসেছে। Motorola Edge 50 Pro কেনার আরও কিছু কারণ হল 144Hz রিফ্রেশ রেট, ট্রিপল রিয়ার ক্যামেরা, IP68-স্তরের ধুলো ও জল প্রতিরোধী ক্ষমতা, ও 50W ওয়্যারলেস চার্জিং। চলুন ফোনটির অফার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Motorola Edge 50 Pro গত বছর এপ্রিল মাসে ভারতে এসেছিল। লঞ্চ হওয়ার সময় বেস মডেলের দাম 31,999 টাকা ধার্য করেছিল কোম্পানি। এতে 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ পাওয়া যায়। অন্য দিকে, 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 35,999 টাকা রাখা হয়েছিল। বর্তমানে স্মার্টফোনটির টপ মডেল অ্যামাজনে 23,249 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ, সরাসরি 12,750 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ক্রেতারা।
Motorola Edge 50 Pro-এর 256 জিবি ভ্যারিয়েন্টের ক্যানিল বে (স্কাই বু) কালার অপশনে অফারটি পাওয়া যাচ্ছে। আবার Amazon Pay ICICI ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে 697 টাকা ক্যাশব্যাক পাওয়া যেতে পারে।এছাড়াও, Canara ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে লেনদেন করলে 1,000 টাকা সাশ্রয় করা যাবে।
আপনি যদি পুরনো ফোন এক্সচেঞ্জ করেন, তাহলে প্রায় 22,000 টাকা দাম পেতে পারেন। তবে মনে রাখবেন, এই এক্সচেঞ্জ ভ্যালু ফোনের মডেল, বয়স, এবং বর্তমান অবস্থার উপর নির্ভর করছে। ফোনটির বাক্সে 125W চার্জার সরবরাহ করবে কোম্পানি। ফলে নতুন চার্জার কেনার খরচ বাঁচবে।
স্পেসিফিকেশনের কথা বললে, মোটোরোলা এজ 50 প্রো-এর সামনে 6.7 ইঞ্চি কার্ভড ডিসপ্লে আছে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট, 2,000 নিট পিক ব্রাইটনেস, ডলবি ভিশন, 1.5K রেজোলিউশন, এবং HDR10+ সাপোর্ট করে। ফোনটিতে Qualcomm Snapdragon 7 Gen 3 প্রসেসর ব্যবহৃত হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য 4,500mAh ব্যাটারি আছে। শুধু 12 জিবি র্যাম ভার্সনে 125W চার্জার দেওয়া হচ্ছে। 8 জিবি র্যাম মডেলে 68W চার্জার মিলবে।
স্মার্টফোনটির ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, f/2.0 অ্যাপারচার ও 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ একটি 10 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা, ও 3x অপটিকাল জুম এবং f/2.2 অ্যাপারচার সহ 10 মেগাপিক্সেল OIS টেলিফটো ক্যামেরা বর্তমান। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
CD Projekt Sells DRM-Free PC Games Storefront GOG to Its Co-Founder for $25.2 Million
Xiaomi 17 Series to Be Expanded With Fifth Model Featuring Snapdragon Chipset, Tipster Claims