Photo Credit: X/@evleaks
Motorola Edge 60 Stylus-এ 120Hz রিফ্রেশ রেট সহ 6.7-ইঞ্চি POLED ডিসপ্লে থাকবে বলে জানা গেছে
সম্ভবত Motorola কোম্পানী, তাদের Edge 60 Stylus মডেলটি বাজারে আনার জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু Lenovo- মালিকানাধীন এই ব্র্যান্ডটি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে একটি নতুন লিক থেকে ফোনটির সম্ভাব্য লঞ্চের তারিখ ও মূল বৈশিষ্ট্য গুলি জানা যাচ্ছে। Motorola Edge 60 Stylus আগামী সপ্তাহেই ভারতে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হতে পারে। নামের থেকেই বোঝা যাচ্ছে যে ফোনটিতে একটি স্টাইলাস নির্মাণ করা থাকতে পারে। অনুমান করা হচ্ছে, এটি Snapdragon 7s Gen 2 চিপসেট দ্বারা চালিত হবে এবং একটি 5000mAh ব্যাটারী থাকবে। এই স্টাইলাস-ভ্যারিয়েন্টটি Motorola Edge 60 Fusion, Edge 60 Pro এবং Edge 60-এর সঙ্গে একই সিরিজের অংশ হিসেবে বাজারে আসতে পারে।
টিপস্টার অভিষেক যাদব (@yabhishekhd) X-এর একটি পোস্টে Motorola Edge 60 Stylus-এর সম্ভাব্য লঞ্চের তারিখ ও স্পেসিফিকেশন শেয়ার করেছেন। তার দাবি অনুযায়ী, এই হ্যান্ডসেটটি 17ই এপ্রিল বাজারে আসতে চলেছে।
Motorola Edge 60 Stylus-এ Android 15 অপারেটিং সিস্টেম এবং 120Hz রিফ্রেশ-রেট সহ একটি 6.7-ইঞ্চির pOLED ডিসপ্লে থাকতে পারে। ফোনটি Snapdragon 7s Gen 2 চিপসেটের সাথে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
ক্যামেরার দিক থেকে, Motorola Edge 60 Stylus-এ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে, যার মধ্যে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 13-মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর থাকবে। সামনে 32-মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতে পারে। এই ফোনে 68W তারযুক্ত ফাস্ট-চার্জিং এবং 15W তারবিহীন চার্জিং সাপোর্ট সহ 5000mAh-এর ব্যাটারি থাকতে পারে।
Motorola Edge 60 Stylus-কে একটি মিড-রেঞ্জ স্মার্টফোন হিসেবেই বাজারে আনার সম্ভাবনা রয়েছে। আগের কিছু লিক অনুযায়ী, এর দাম হতে পারে প্রায় EUR 500 ( আনুমানিক 43600 টাকা)।ফোনটির রেন্ডারে ডান দিকের নিচে একটি ছোট উঁচু অংশ দেখা গেছে, যা থেকে বোঝা যাচ্ছে যে এতে ইন-বিল্ট স্টাইলাস থাকতে পারে।
কোম্পানী সম্প্রতি ভারতে Motorola Edge 60 Fusion লঞ্চ করেছে। এই ফোনে রয়েছে MediaTek Dimensity 7400 চিপসেট এবং এটির 8জিবি RAM + 256জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 22999 টাকা। এ থেকে ধারণা করা যায়, কোম্পানী খুব শিগগিরই Motorola Edge 60 Stylus, Edge 60 Pro এবং Motorola Edge 60-এর আনুষ্ঠানিক লঞ্চের তারিখ ঘোষণা করতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন