নতুন ফোনে চারটি ক্যামেরা ব্যবহার করেছে Motorola। এই ফোনের পিছনে কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সাত দেখা যায়নি। অর্থাৎ এই ফোনের ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকতে পারে।
এই প্রথম কোন Motorola ফোনের পিছনে চারটি ক্যামেরা দেখা গেল
শিঘ্রই লঞ্চ হবে Motorola P40। একাধিক রিপোর্টে জানা গিয়েছে এই ফোনে থাকবে তিনটি রিয়ার ক্যামেরা। এবার নতুন রিপোর্টে অন্য একটি ফোনের খবর সামনে এসেছে। নতুন ফোনে চারটি ক্যামেরা ব্যবহার করেছে Motorola। এই ফোনের পিছনে কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখা যায়নি। অর্থাৎ এই ফোনের ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকতে পারে। নতুন ফোনে 6.2 ইঞ্চি ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ। ছবিতে ব্রাশ মেটা ফিনিশে এই ফোন দেখা গিয়েছে।
ফোনের পিছনে চারটি ক্যামেরার সাথেই একটি LED ফ্ল্যাশ রয়েছে। LED ফ্ল্যাশের নীচে 48MP লেখা দেখা গিয়েছে। অর্থাৎ এই ফোনের ক্যামেরায় প্রাইমারি সেন্সারে থাকবে 48 মেগাপিক্সেল সেন্সার। অথবা চারটি 12 মেগাপিক্সেল সেন্সার একসাথে 48 মেগাপিক্সেল ক্যামেরার কাজ করতে পারে এই ফোন। নতুন Motorola মডেলের নাম সামনে আসেনি।
এই ফোনের নীচে থাকতে পারে USB Type-C পোর্ট আর 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের উপরে থাকতে পারে সিম স্লট আর স্পিকার। এখনও নতুন ফোনের সিপসেট, RAM স্টোরেজের মতো তথ্য জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
iOS 26.2 Beta 1 Rolled Out to Developers With Enhanced Safety Alerts, Reminder Alarms