NexPhone: এক ফোনে চলবে উইন্ডোজ ও অ্যান্ড্রয়েড, বাজারে এল পকেট কম্পিউটার!

NexPhone মডেলে Android 16, Debian Linux, ও Windows 11 অপারেটিং সিস্টেম চালানো যাবে।

NexPhone: এক ফোনে চলবে উইন্ডোজ ও অ্যান্ড্রয়েড, বাজারে এল পকেট কম্পিউটার!

Photo Credit: NexDock

NexPhone supports Android, Linux, and Windows 11 OS

হাইলাইট
  • NexPhone স্মার্টফোনে Android, Linux, ও Windows 11 চালানো যাবে
  • ফোনে উইন্ডোজে ব্যবহার করতে গেলে রিবুট করতে হবে
  • এটি 64 মেগাপিক্সেল Sony ক্যামেরার সাথে এসেছে
বিজ্ঞাপন

একটি স্মার্টফোনে চলবে তিনটি অপারেটিং সিস্টেম। শুনলে বিশ্বাস না হওয়ারই কথা। কিন্তু আমেরিকান হার্ডওয়্যার নির্মাতা NexDock বাস্তবে এমনই অভিনব ফোন নিয়ে হাজির হয়েছে। সংস্থার NexPhone মডেলে Android, Linux, ও Windows 11 — এই তিনটি OS চালানো যাবে। একে এমন একটি বিকল্প স্মার্টফোন হিসেবে তুলে ধরা হচ্ছে যা প্রয়োজনে ল্যাপটপ কিংবা ডেস্কটপের কাজ করতে সক্ষম। ব্র্যান্ডটি দাবি করছে যে, উইন্ডোজ ব্যবহারের সময় একটি কাস্টম ইন্টারফেস থাকবে। এটি মোবাইল ফোনের জন্য বিশেষভাবে তৈরি। NexPhone এর অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে 64 মেগাপিক্সেল Sony ক্যামেরা, 5G কানেক্টিভিটি, ওয়্যারলেস চার্জিং, ডুয়াল সিম, এবং IP68 + IP69 জল ও ধুলোরোধী রেটিং।

NexPhone উইন্ডোজ, লিনাক্স, ও অ্যান্ড্রয়েড OS-এর সাথে লঞ্চ হল

নেক্সফোন মাল্টি-বুট সাপোর্টের সাথে এসেছে। যখন প্রথমবার ফোন চালু করবেন, তখন এটি Android 16-এ রান করবে। ফোনটি একইসাথে Debian Linux এবং Windows 11 সাপোর্ট করে। উইন্ডোজে চালাতে গেলে রিবুট করতে হবে। অর্থাৎ স্মার্টফোন উইন্ডোজ পিসি-তে পরিণত হবে। একে এক্সটার্নাল মনিটরের সাথে কানেক্ট করে কাজ করা যাবে।

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলার সময় নেক্সফোনে গ্রিড স্টাইলের ইন্টারফেস দেখা যাবে, যা নোকিয়া লুমিয়া ও আগেকার উইন্ডোজ ফোনের স্মৃতি ফিরিয়ে আনবে। ফোনের সাথে পাঁচটি পোর্টের ইউএসবি টাইপ-সি হাব দিচ্ছে কোম্পানি। এর মাধ্যমে HDMI মনিটর, মাউস, কিবোর্ড, এবং টাইপ-এ অ্যাক্সেসরিজ একসাথে ব্যবহার করা যাবে।

স্পেসিফিকেশন এবং ফিচার্সের কথা বললে, NexPhone এর সামনে 6.8 ইঞ্চি LCD ডিসপ্লে আছে। এটি FHD+ রেজোলিউশন ও 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য পিছনে f/1.7 অ্যাপারচার যুক্ত 50 মেগাপিক্সেল Sony IMX787 প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও কল করার জন্য সামনে একটি 10 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে।

NexPhone রান করে Snapdragon QCM46490 চিপসেটে। এটি Snapdragon 780G প্রসেসরের একটি ভ্যারিয়েন্ট, যা মূলত এন্টারপ্রাইজ ও IoT ডিভাইসে ব্যবহার হয়। এর সাথে 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ যুক্ত থাকবে। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 5,00mAh ব্যাটারি।

NexPhone পকেট PC-এর 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের সিঙ্গেল ভ্যারিয়েন্টের দাম মার্কিন যুক্তরাষ্ট্রে 549 ডলার রাখা হয়েছে। এটি ভারতীয় মুদ্রায় প্রায় 50,000 টাকার সমান। ডিভাইসটি সংস্থার ওয়েবসাইটে 199 ডলার (প্রায় 18,000 টাকা) দিয়ে অগ্রিম বুক করা যাচ্ছে। 2026 সালের তৃতীয় ত্রৈমাসিক (জুলাই-সেপ্টেম্বর)  থেকে বিক্রি শুরু হবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

ces_story_below_text

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. NexPhone: এক ফোনে চলবে উইন্ডোজ ও অ্যান্ড্রয়েড, বাজারে এল পকেট কম্পিউটার!
  2. Redmi Note 15 Pro সিরিজ 200MP ক্যামেরা ও 6500mAh ব্যাটারি সহ এই তারিখে ভারতে লঞ্চ হচ্ছে
  3. iQOO 15 Ultra ফার্স্ট লুকেই ঝড় তুলল, স্মার্টফোনের ডিজাইনে নতুন যুগের সূচনা
  4. Flipkart সেলে 15,000 টাকা দাম কমল অসাধারণ ক্যামেরার Google স্মার্টফোনের
  5. 8,000mAh ব্যাটারির Realme Neo 8 ফোনের দাম ফাঁস হল, 16 জিবি র‍্যামের সাথে লঞ্চ আগামীকাল
  6. Amazon সেলে 37,000 টাকা দাম কমল Nothing Phone 3 এর, প্রিমিয়াম ফোন এত সস্তায় আর পাবেন না
  7. Oppo Reno 15 FS 5G লঞ্চ হল, 50MP সেলফি ক্যামেরা, 6,500mAh ব্যাটারি, ও 512GB স্টোরেজ আছে
  8. Vodafone Idea লঞ্চ করল 140 টাকার সস্তা রিচার্জ প্ল্যান, 28 দিন আনলিমিটেড কলিং সহ মিলবে ডেটা ও ফ্রি SMS
  9. নোকিয়া, ব্ল্যাকবেরির মতোই OnePlus কি বন্ধ হয়ে যাচ্ছে? খবর ছড়াতেই মুখ খুলল সংস্থা
  10. 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার দুর্দান্ত Motorola ফোনের দাম ফাঁস হল, অফারে 5,000 টাকা ডিসকাউন্ট
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »