NexPhone মডেলে Android 16, Debian Linux, ও Windows 11 অপারেটিং সিস্টেম চালানো যাবে।
Photo Credit: NexDock
NexPhone supports Android, Linux, and Windows 11 OS
একটি স্মার্টফোনে চলবে তিনটি অপারেটিং সিস্টেম। শুনলে বিশ্বাস না হওয়ারই কথা। কিন্তু আমেরিকান হার্ডওয়্যার নির্মাতা NexDock বাস্তবে এমনই অভিনব ফোন নিয়ে হাজির হয়েছে। সংস্থার NexPhone মডেলে Android, Linux, ও Windows 11 — এই তিনটি OS চালানো যাবে। একে এমন একটি বিকল্প স্মার্টফোন হিসেবে তুলে ধরা হচ্ছে যা প্রয়োজনে ল্যাপটপ কিংবা ডেস্কটপের কাজ করতে সক্ষম। ব্র্যান্ডটি দাবি করছে যে, উইন্ডোজ ব্যবহারের সময় একটি কাস্টম ইন্টারফেস থাকবে। এটি মোবাইল ফোনের জন্য বিশেষভাবে তৈরি। NexPhone এর অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে 64 মেগাপিক্সেল Sony ক্যামেরা, 5G কানেক্টিভিটি, ওয়্যারলেস চার্জিং, ডুয়াল সিম, এবং IP68 + IP69 জল ও ধুলোরোধী রেটিং।
নেক্সফোন মাল্টি-বুট সাপোর্টের সাথে এসেছে। যখন প্রথমবার ফোন চালু করবেন, তখন এটি Android 16-এ রান করবে। ফোনটি একইসাথে Debian Linux এবং Windows 11 সাপোর্ট করে। উইন্ডোজে চালাতে গেলে রিবুট করতে হবে। অর্থাৎ স্মার্টফোন উইন্ডোজ পিসি-তে পরিণত হবে। একে এক্সটার্নাল মনিটরের সাথে কানেক্ট করে কাজ করা যাবে।
উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলার সময় নেক্সফোনে গ্রিড স্টাইলের ইন্টারফেস দেখা যাবে, যা নোকিয়া লুমিয়া ও আগেকার উইন্ডোজ ফোনের স্মৃতি ফিরিয়ে আনবে। ফোনের সাথে পাঁচটি পোর্টের ইউএসবি টাইপ-সি হাব দিচ্ছে কোম্পানি। এর মাধ্যমে HDMI মনিটর, মাউস, কিবোর্ড, এবং টাইপ-এ অ্যাক্সেসরিজ একসাথে ব্যবহার করা যাবে।
স্পেসিফিকেশন এবং ফিচার্সের কথা বললে, NexPhone এর সামনে 6.8 ইঞ্চি LCD ডিসপ্লে আছে। এটি FHD+ রেজোলিউশন ও 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য পিছনে f/1.7 অ্যাপারচার যুক্ত 50 মেগাপিক্সেল Sony IMX787 প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও কল করার জন্য সামনে একটি 10 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে।
NexPhone রান করে Snapdragon QCM46490 চিপসেটে। এটি Snapdragon 780G প্রসেসরের একটি ভ্যারিয়েন্ট, যা মূলত এন্টারপ্রাইজ ও IoT ডিভাইসে ব্যবহার হয়। এর সাথে 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ যুক্ত থাকবে। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 5,00mAh ব্যাটারি।
NexPhone পকেট PC-এর 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজের সিঙ্গেল ভ্যারিয়েন্টের দাম মার্কিন যুক্তরাষ্ট্রে 549 ডলার রাখা হয়েছে। এটি ভারতীয় মুদ্রায় প্রায় 50,000 টাকার সমান। ডিভাইসটি সংস্থার ওয়েবসাইটে 199 ডলার (প্রায় 18,000 টাকা) দিয়ে অগ্রিম বুক করা যাচ্ছে। 2026 সালের তৃতীয় ত্রৈমাসিক (জুলাই-সেপ্টেম্বর) থেকে বিক্রি শুরু হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Realme Neo 8 Launched With Snapdragon 8 Gen 5 Chip, 8,000mAh Battery: Price, Features
Amazon Great Republic Day Sale: Best Deals on Robot Vacuum Cleaners