Nokia 2.3 ফোনে থাকতে পারে একটি 6.1 ইঞ্চি HD ডিসপ্লে। সাথে থাকতে পারে 3,920 mAh ব্যাটারি। ইতিমধ্যেই ডিস্ট্রিবিউটারের ওয়েবসাইটে Nokia 2.3 ফোন দেখা গিয়েছে। এই ফোনে থাকতে পারে Bluetooth 5.0 সাপোর্ট।
আগামী সপ্তাহে লঞ্চ হতে পারে Nokia 2.3
5 ডিসেম্বর লঞ্চ হতে পারে Nokia 2.3। লঞ্চের আগেই এই বাজেট স্মার্টফোনের দাম ও স্পেসিফিকেশন সামনে এল। একই ইভেন্ট থেকে লঞ্চ হতে পারে Nokia 8.2। সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত এক রিপোর্টে Nokia 2.3 ফোনের দাম ও স্পেসিফিকেশন ফাঁস হয়ে গিয়েছে।
NokiaPowerUser ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে Nokia 2.3 এর দাম 97 ইউরো (প্রায় 8,600 টাকা)। সম্প্রতি এই ফোনের ছবি ইন্টারনেটে সামনে এসেছিল। ‘চারকোল' রঙে লঞ্চ হতে পারে Nokia 2.3।
Nokia 2.3 ফোনে থাকতে পারে একটি 6.1 ইঞ্চি HD ডিসপ্লে। সাথে থাকতে পারে 3,920 mAh ব্যাটারি। ইতিমধ্যেই ডিস্ট্রিবিউটারের ওয়েবসাইটে Nokia 2.3 ফোন দেখা গিয়েছে। এই ফোনে থাকতে পারে Bluetooth 5.0 সাপোর্ট।
সম্প্রতি মালয়েশিয়ায় সার্টিফিকেশন ওয়েবসাইটে Nokia 2.3 ফোন দেখা গিয়েছে। এছাড়াও রাশিয়ায় সার্টিফিকেশন ওয়েবসাইটেও এই ফোন সামনে এসেছে।
সম্প্রতি ভারতে Nokia 2.2 ফোনের দাম কমিয়েছিল HMD Global। 2GB RAM আর 16GB স্টোরেজে Nokia 2.2 এর দাম কমে হয়েছে 5,999 টাকা। 3GB RAM আর 32GB স্টোরেজে এই ফোন কিনতে 6,999 টাকা খরচ হবে। ইতিমধ্যেই অনলাইন ও অফলাইন স্টোরে নতুন দামে বিক্রি শুরু হয়েছে এই স্মার্টফোন।
5 ডিসেম্বর HMD Global নতুন কোন ফোন লঞ্চ করবে সেই দিকে টেক দুনিয়ার নজর রয়েছে। Nokia 2.3 ছাড়াও এই দিন সামনে আসতে পারে Nokia 8.2 আর Nokia 5.2 এর মতো স্মার্টফোনগুলি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন