ফেব্রুয়ারি মাসে বার্সেলোনায় লঞ্চের সময় Nokia 4.2 ফোনের দাম শুরু হয়েছিল প্রায় 11,900 টাকা থেকে। ভারতে 10,000 টাকার আশেপাশে এই ফোন লঞ্চ করতে পারে Nokia।
7 মে লঞ্চ হবে Nokia 4.2
আগামী সপ্তাহে নতুন স্মার্টফোন নিয়ে আসছে Nokia। ইতিমধ্যেই ভারতে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে Nokia 4.2 আর Nokia 3.2 ফোন দুটি দেখা গিয়েছিল। এবার Nokia 4.2 লঞ্চের টিজার প্রকাশ করল HMD Global। 7 মে ভারতে লঞ্চ হবে এই স্মার্টফোন। 2019 সালের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ইভেন্টে প্রথম এই ফোন সামনে এসেছিল। ইতিমধ্যেই মালোয়েশিয়ায় লঞ্চ হয়েছে Nokia 4.2।
ফেব্রুয়ারি মাসে বার্সেলোনায় লঞ্চের সময় Nokia 4.2 ফোনের দাম শুরু হয়েছিল প্রায় 11,900 টাকা থেকে। ভারতে 10,000 টাকার আশেপাশে এই ফোন লঞ্চ করতে পারে Nokia।
ডুয়াল সিম Nokia 4.2 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে থাকছে একটি 5.71 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে একটি Snapdragon 439 চিপসেট, 3GB RAM আর 32GB স্টোরেজ।
Nokia 4.2 ফোনে থাকছে 13 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা। সেলফি তোলার জন্য Nokia 4.2 তে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।
কানেক্টিভিটির জন্য Nokia 4.2 ফোনে থাকছে 4G LTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.2, GPS/ A-GPS, NFC, Micro-USB আর 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে 3,000 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Wednesday Season 3 Set for July 2027 on Netflix: Jenna Ortega Returns as the Iconic Addams Heir
Lakshmi Manchu’s Daksha: The Deadly Conspiracy Available for Streaming on Amazon Prime Video