দুটি রঙে পাওয়া যাবে Nokia 4.2
সম্প্রতি ভারতে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে Nokia 4.2 আর Nokia 3.2 ফোন দুটি দেখা গিয়েছিল। মঙ্গলবার ভারতে লঞ্চ হল Nokia 4.2। 2019 সালের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ইভেন্টে প্রথম এই ফোন সামনে এসেছিল। ইতিমধ্যেই মালোয়েশিয়ায় লঞ্চ হয়েছে Nokia 4.2। এই ফোনের প্রধান আকর্ষন Snapdragon 439 চিপসেট, ডুয়াল ক্যামেরা আর ছোট ওয়াটার ড্রপ নচ।
3GB RAM + 32GB স্টোরেজে Nokia 4.2 এর দাম 10,990 টাকা। ভারতে 2GB RAM ভেরিয়েন্ট লঞ্চ করেনি HMD গ্লোবাল। দুটি রঙে পাওয়া যাবে Nokia 4.2।
Nokia 4.2 ফোনে থাকছে ওয়াটার ড্রপ ডিসপ্লে
ডুয়াল সিম Nokia 4.2 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে থাকছে একটি 5.71 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে একটি Snapdragon 439 চিপসেট, 3GB RAM আর 32GB স্টোরেজ।
Nokia 4.2 ফোনে থাকছে 13 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা। সেলফি তোলার জন্য Nokia 4.2 তে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।
কানেক্টিভিটির জন্য Nokia 4.2 ফোনে থাকছে 4G LTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.2, GPS/ A-GPS, NFC, Micro-USB আর 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে 3,000 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন