Nokia 6.1 Plus একটি Android One স্মার্টফোন। অর্থাৎ এই ফোনে স্টক Android-এর সাথেই জনদি লেটেস্ট Android আপডেট ও প্রতি মাসে লেটেস্ট সিকিউরিটি প্যাচ পাঠাবে Google।
30 অগাস্ট Nokia 6.1 Plus বিক্রি শুরু হবে।
মঙ্গলবার ভারতে লঞ্চ হল Nokia 6.1 Plus। নতুন দিল্লিতে এক ইভেন্টে এই ফোন লঞ্চ করা হয়েছে। এই প্রথম ভারতে কোন Nokia ফোনের ডিসপ্লের উপরে কালো নচ দেখা যাবে। কয়েক মাস আগে চিনে Nokia X6 ফোনটি লঞ্চ করা হয়েছিল। এর কিছুদিন পরেই এই ফোনটি নাম বদলে হংকং এ Nokia 6.1 Plus নামে লঞ্চ হয়েছিল। এবার ভারতের বাজারে এসে পৌঁছালো Nokia 6.1 Plus। Nokia 6.1 Plus একটি Android One স্মার্টফোন। অর্থাৎ এই ফোনে স্টক Android-এর সাথেই জনদি লেটেস্ট Android আপডেট ও প্রতি মাসে লেটেস্ট সিকিউরিটি প্যাচ পাঠাবে Google।
আজ দিল্লিতে এই একই ইভেন্টে Nokia 5.1 Plus ফোনটি লঞ্চ হয়েছে।কয়েক মাস আগে চিনে Nokia X5 ফোনটি লঞ্চ করা হয়েছিল। নাম বদলে এই ফোনকেই Nokia 5.1 Plus নামে ভারতে লঞ্চ করল Nokia।
ভারতে Nokia 6.1 Plus এর দাম 15,999 টাকা। Flipkart ও কোম্পানির অনলাইন স্টোর থেকে Nokia 6.1 Plus কেনা যাবে। 30 অগাস্ট Nokia 6.1 Plus বিক্রি শুরু হবে। আজ থেকে এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে।
ডুয়াল সিম Nokia 6.1 Plus এ প্রিলোডেড থাকবে লেটেস্ট Android Oreo 8.1। এছাড়াও Nokia-র নতুন এই ফোনে থাকবে 5.8 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে আছে Snapdragon 636 প্রসেসার সাথে আছে 4GB RAM আর 64GB স্টোরেজ।
এই স্মার্টফোনে আছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এর প্রাইমারী সেন্সারটি 16MP আর রয়েছে 5MP সেকেন্ডারি সেন্সার। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে এই ক্যামেরায় তোলা ছবির কোয়ালিটি আরও ভালো করে দেবে ফোনের সফটওয়ার। এছাড়াও এই ফোনের রিয়ার ক্যামেরাতে রয়েছে HDR সাপোর্ট। ফোনের সামনে রয়েছে একটি 16MP ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও Nokia 6.1 Plus এ রয়েছে ফেস আনলক ফিচার।
কানেক্টিভিটির জন্য Nokia 6.1 Plus ফোনে থাকবে 4G VoLTE, Bluetooth v5.0, Wi-Fi 802.11ac, USB Type-C (v2.0), GPS/ A-GPS আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। Nokia 6.1 Plus এর ব্যাটারির ক্ষমতা 3060mAh। Quick Charge 3.0 টেকনলজির মাধ্যমে খুব জলদি চার্জ হয়ে যাবে এই ফোন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Lenovo Legion Go 2 SteamOS Version Revealed at CES 2026, Will Be Available From June 2026
iQOO Z11 Turbo Battery, Charging Details Confirmed; Tipster Leaks Camera Specifications
CES 2026: Eureka Z50, E10 Evo Plus Robot Vacuum Cleaners Launched, FloorShine 890 Tags Along