Photo Credit: Twitter/ Evan Blass
Nokia 9 PureView ফোনের নতুন ছবি সামনে এল। এই ফোনের পাঁচটি ক্যামেরার খবর তো নতুন নয়। নতুন ছবিতে জানা গেল Android One প্রোগ্রামের অধীনে লঞ্চ হবে Nokia 9 PureView । 2019 সালের শুরুতে লঞ্চ হবে এই ফোন। ইতিমধ্যে ইন্টারনেটে প্রকাশিত একাধিক খবর সত্যি হলে এই ফোনে থাকতে চলেছে পাঁচটি ক্যামেরা। এর আগে কোন স্মার্টফোনের পিছনে সর্বোচ্চ চারটি ক্যামেরা ব্যবহার হয়েছে।
আরও পড়ুন: Jio Happy New Year Offer: দশটি অজানা তথ্য
সম্প্রতি Nokia 9 PureView ফোনের নতুন ছবি প্রকাশিত হয়েছে টুইটারে। এই ছবিতে ফোনের ডিসপ্লের পাশে পাতলা বেজেল দেখা গিয়েছে। ছবিতে ডিসপ্লের উপরে কোন নচ দেখা যায়নি। ফোনের পাশে রয়েছে মেটাল ফ্রেম।
একই ছবিতে ফোনের পিছনে পাঁচটি ক্যামেরা দেখা গিয়েছে। বৃত্তাকারে এই ক্যামেরাগুলি রয়েছে। সাথে রয়েছে LED ফ্ল্যাশ। ইতিমধ্যেই কয়েকটি রিপোর্টে জানানো হয়েছে Nokia 9 PureView ফোনে থাকবে 6 ইঞ্চি ডিসপ্লে, 8GB RAM আর 256GB স্টোরেজ।
আরও পড়ুন: Xiaomi Redmi Note 6 Pro আর Asus ZenFone Max Pro M2: কে কাকে টেক্কা দিল?
Nokia 9 PureView ফোনের পিছনে কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখা যায়নি। অর্থাৎ এই ফোনের ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকতে চলেছে। Android One প্রোগ্রামের অধীনে লঞ্চ হওয়ার কারনে এই ফোন লঞ্চের সময় লেটেস্ট Android Pie প্রিলোডেড থাকতে পারে।
গত সপ্তাহে এক রিপোর্টে জানা গিয়েছিল জানুয়ারি মাসের শেষ সপ্তাহে বাজারে আসবে Nokia 9 PureView।
আরও পড়ুন: 2019 সালে এই পরিষেবাগুলি নিয়ে আসছে Jio
আগে একাধিক রিপোর্টে জানা গিয়েছিল Nokia 9 এ থাকবে Android 9 Pie অপারেটিং সিস্টেম, 8GB RAM, 256GB স্টোরেজ, 4,150 mAh ব্যাটারি। আগে এই ফোনে Snapdragon 845 চিপসেট থাকার কথা জানা গেলেও এখন মনে হচ্ছে এই ফোনে Snapdragon 855 চিপসেট ব্যবহার করবে HMD Global।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন