শিঘ্রই চিনের বাইরে পাওয়া যাবে Nokia X5

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 23 জুলাই 2018 13:37 IST
হাইলাইট
  • গত সপ্তাহে চিনে Nokia X5 লঞ্চ করেছিল HMD Global
  • এবার সারা বিশ্বে এই ফোন লঞ্চ করতে পারে কোম্পানি
  • টুইটারে এমন আভাষ দিয়েছেন ক্লোম্পানির সিইও

 

গত সপ্তাহে চিনে Nokia X5 লঞ্চ করেছিল HMD Global। এবার সারা বিশ্বে এই ফোন লঞ্চ করতে পারে কোম্পানি। কোম্পানির ঁ সিরিজের দ্বিতীয় স্মার্টফোন Nokia X5। এর আগে Nokia X6 ফোনটি লঞ্চ করেছিল HMD Global। Nokia X5 এর ডিসপ্লের উপরে একটি কালো নচ থাকবে। এর সাথেই Nokia X5 এ থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ, লেটেস্ট Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। আগে জানা গিয়েছিল Nokia 5.1 Plus নামে চিনের বাইরে এই ফোন লঞ্চ হবে। গত সপ্তাহেই Nokia X6 এর গ্লোবাল ভেরিয়েন্ট Nokia 6.1 Plus লঞ্চ করেছিল HMD Global। এবার কোম্পানি শিঘ্রই Nokia X5 এর গ্লোবাল ভেরিয়েন্ট লঞ্চের আভাষ দিল।

18 জুলাই টুইটারে এই ফোন লঞ্চের খবর জানিয়েছিলেন কোম্পানির সিইও। এই টুইটের প্রেক্ষিতে এক গ্রাহক এই ফোন ভারত ও শ্রীলঙ্কায় কবে লঞ্চ হবে তা জানতে চান। সেই প্রশ্নের উত্তরে Nokia X5 চিনের বাইরে লঞ্চের জন্য কোন ভোটাভুটির প্রয়োজন হবে না। সম্প্রতি Nokia X6 চিনের বাইরে লঞ্চের আগে অনলাইনে গ্রাহকদের মতামত জানতে একটি ভোটাভুটির আয়োজন করেছিল HMD Global। সেই ঘটনাকে নির্দেশ করেই এই কথা জানিয়েছেন কোম্পানির সিইও। চিনের বাইরে Nokia X5 এর লঞ্চ এখন শুধুই সময়ের অপেক্ষা। তবে কোন দেশগুলিতে আগে এই ফোন লঞ্চ হবে তা জানা যায়নি।

চিনে 3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের Nokia X5 এর দাম 999 ইউয়ান (প্রায় 9,999 টাকা)। অন্যদিকে 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Nokia X5 এর দাম 1,399 ইউয়ান (প্রায় 13,999 টাকা)। আগামী 19 জুলাই থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। Suning.com ওয়েবসাইটে ইতিমধ্যেই Nokia X5 এর রেজিস্ট্রেশান শুরু হয়ে গিয়েছে। নাইট ব্ল্যাক, বাল্টিক সি ব্লু আর গ্লেসিয়ার হোয়াইট কালারে Nokia X5 লঞ্চ হয়েছে।

Nokia X5 এ পলিকার্বোনেট ফ্রেমের ডিজাইন থাকবে। ডিসপ্লের উপরে একটি কালো নচ আর ডিসপ্লের নীচে একটি পাতলা চিন থাকবে। কোম্পানি দাবি করেছে Nokia X5 এ 84 শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও থাকবে। ফোনের পিছনে ডুয়াল ক্যামেরার সাথেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে। 

Nokia X5 এ থাকবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। Nokia X5 এ থাকবে একটি 5.86 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। এই ফোনে থাকবে একটি MediaTek P60 চিপসেট। এর সাথেই থাকবে 3GB/4GB RAM আর 32GB/64GB স্টোরেজ। Nokia X5 এ থাকছে একটি ভার্টিকাল ডুয়াল ক্যামেরা সেন্সার। এই ক্যামেরার প্রাইমারি সেন্সারটি 13MP। এর সাথেই থাকবে একটি 5MP সেকেন্ডারি সেন্সার। ফোনের সামনে থাকবে একটি 8MP ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Nokia X5 এ থাকবে USB Type-C পোর্ট, 3.5 মিমি অডিও জ্যাক, Bluetooth 4.2, GPS, A-GPS, Wi-Fi 802.11 a/b/g/n/ac, FM রেডিও আর ডুয়াল 4G ডুয়াল VoLTE। Nokia X5 এ একটি 3060 mAh ব্যাটারি থাকবে।  

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Nokia, HMD Global
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 799 টাকায় আধুনিক ফিচার্সের নতুন JioBharat ফোন লঞ্চ হল, ফুল চার্জে এক সপ্তাহ চলবে
  2. চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী AI এবার ভারতে, দিল্লি-মুম্বাই ছেড়ে এই শহরে অফিস খুলছে Anthropic
  3. পিন অতীত, আজ থেকে মুখ দেখালেই বা আঙুলের ছাপেই করা যাবে UPI পেমেন্ট
  4. ভারতের প্রথম হাইব্রিড মোবাইল ফোন HMD Touch 4G লঞ্চ হল, দাম মাত্র 3999 টাকা
  5. ChatGPT: চ্যাটজিপিটিতে নতুন ফিচার, একবার বললেই পছন্দের গান শোনাবে AI
  6. সস্তায় 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল Moto G06 Power, দাম 7,500 টাকার কম
  7. Vivo V60e দুর্ধর্ষ 200MP ক্যামেরা এবং 6,500mAh ব্যাটারি সঙ্গে ভারতে লঞ্চ হল
  8. India's Richest YouTuber: ভিডিও বানিয়ে 665 কোটির মালিক, ভারতের সবথেকে ধনী ইউটিউবার কে জানেন?
  9. অবিশ্বাস্য ফিচার সহ আসছে iQOO Neo 11, থাকবে 7,500mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিং
  10. Flipkart Diwali Sale: ফ্লিপকার্টে শুরু হচ্ছে দিওয়ালি সেল, মিলবে বিরাট ছাড়, এখনই উইশলিস্ট করুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.