সম্প্রতি তিনটি নতুন ফোন লঞ্চ করেছে HMD Global। এই ফোনগুলি হল Nokia C5 Endi, Nokia C2 Tava ও Nokia C2 Tennen। Nokia C5 Endi’র পিছনে তিনটি ক্যামেরা রয়েছে।
সম্প্রতি তিনটি নতুন ফোন লঞ্চ করেছে HMD Global। এই ফোনগুলি হল Nokia C5 Endi, Nokia C2 Tava ও Nokia C2 Tennen। Nokia C5 Endi'র পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। এই ফোনে ডিসপ্লের উপরে থাকছে ওয়াটারড্রপ স্টাইল নচ। অন্যদিকে Nokia C2 Tava ও Nokia C2 Tennen-এর পিছনে ডুয়াল ক্যামেরা থাকছে। এছাড়াও ডিসপ্লের উপরে ও নীচে থাকছে বেজেল। এই সব ফোনেই Android 10 অপারেটিং সিস্টেম চলবে।
Nokia C5 Endi, Nokia C2 Tava ও Nokia C2 Tennen-এর দাম
Nokia C5 Endi'র দাম 169.99 মার্কিন ডলার (প্রায় 12,700 টাকা)। 3GB RAM + 64GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। Nokia C2 Tennen-এর দাম 69.99 মার্কিন ডলার (প্রায় 5,200 টাকা)। 2GB RAM + 32GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। সব শেষে Nokia C2 Tava'র দাম 109.99 মার্কিন ডলার (প্রায় 8,300 টাকা)। 2GB RAM + 32GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে।
Nokia C5 স্পেসিফিকেশন
Nokia C5 Endi-তে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে থাকছে। ফোনের ভিতরে ততেছে Helio P22 চিপসেট 3GB RAM ও 64GB স্টোরেজ। এই ফোনের ট্রিপল ক্যামেরায় 13 মেগাপিক্সেল সেন্সর থাকছে। এই ফোনে 5,000 mAh ব্যাটারি দিয়েছে কোম্পানি। থাকছে ফেস আনলক সাপোর্ট।
Nokia C2 Tava ও Nokia C2 Tennen স্পেসিফিকেশন
একই ডিজাইন থাকলেও Nokia C2 Tava ও Nokia C2 Tennen-এর দামে অনেকটা পার্থক্য রয়েছে। দুটি ফোনেই 5.45 ইঞ্চি ডিসপ্লে ও Helio P22 চিপসেট থাকছে। 2GB RAM + 32GB স্টোরেজে ই দুই ফোন পাওয়া যাবে।
Nokia C2 Tava ও Nokia C2 Tennen -এর ডুয়াল রিয়ার ক্যামেরায় 8 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকছে। দুটি ফোনেই 3,000 mAh ব্যাটারি থাকছে। 15 জুন Nokia C2 Tennen বিক্রি শুরু হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Jujutsu Kaisen Season 3 OTT Release: Know When and Where to Watch the Culling Game Arc
Jurassic World: Rebirth OTT Release: Know When, Where to Watch the Scarlett Johansson-Starrer
Karam Is Now Streaming Online: Where to Watch Vineeth Sreenivasan's Malayali Action Thriller
Kamaro 2 Is Streaming Now on Sun NXT: Know All About the Horror Suspense Film