Nothing Phone 3 অ্যামাজনে 30,000 টাকা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে।
Photo Credit: Nothing
Nothing Phone 3 has a total four 50-megapixel cameras
Nothing Phone 3 ফের অবিশ্বাস্য ডিসকাউন্টে কেনা যাচ্ছে। সংস্থার প্রিমিয়াম স্মার্টফোনটি অ্যামাজনে বিক্রি হচ্ছে 30,000 টাকার বাম্পার ডিসকাউন্টে। আবার ব্যাঙ্ক ডিসকাউন্ট ও এক্সচেঞ্জ অফার অর্ন্তভুক্ত করলে আরও কম দামে কেনার সুযোগ মিলবে। ফোনটি জুলাই মাসে ভারতে এসেছিল। এমন অভিনব ডিজাইনের মোবাইল ফোন বাজারে আর দু'টো নেই। ডিভাইসটির পিছনে অসংখ্য মাইক্রো এলইডি লাইট নিয়ে গঠিত গ্লিফ ম্যাট্রিক্স নামে একটি ছোট্ট গোল ডিসপ্লে আছে। ব্যাকের তিনটি ক্যামেরাই 50 মেগাপিক্সেলের। ফ্রন্টে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। চলুন ফোনটির অফার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Nothing Phone 3 ভারতে লঞ্চ হওয়ার সময় 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 79,999 টাকা ছিল। বর্তমানে বেস মডেলটি অ্যামাজনে 49,999 টাকা দামে বিক্রি হচ্ছে। অর্থাৎ, সরাসরি 30,000 টাকা ডিসকাউন্ট মিলছে। আবার 1,499 টাকা ক্যাশব্যাক পাওয়া যেতে পারে, যদি আপনার কাছে অ্যামাজন পে আইসিআইসিআই ক্রেডিট কার্ড থাকে।
এছাড়াও, Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে ক্রেতারা 2,250 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। ফলে সাশ্রয়ের অঙ্ক আরও বাড়বে। পুরনো ফোন এক্সচেঞ্জ করলে 47,200 টাকা পর্যন্ত দাম পাওয়া পেতে পারেন। তবে মনে রাখবেন, এই এক্সচেঞ্জ ভ্যালু আপনার ফোনের দাম, মডেল, বয়স, এবং বর্তমান অবস্থার উপর নির্ভর করছে।
স্পেসিফিকেশনের কথা বললে, নাথিং ফোন 3 একটি 6.67-ইঞ্চি AMOLED ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, 4,500 নিট পিক ব্রাইটনেস, ও HDR10+ সাপোর্ট করে। ফোনের সামনে Corning Gorilla Glass 7i ও পিছনে Gorilla Glass Victus প্রটেকশন রয়েছে। ডিভাইসটি পাঁচটি মেজর অ্যান্ড্রয়েড OS আপগ্রেড ও সাত বছর সিকিউরিটি প্যাচ পাবে।
ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা আছে — অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 3x অপটিক্যাল জুম-যুক্ত 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, Nothing Phone 3-এর সামনে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
হ্যান্ডসেটটি জল এবং ধুলো থেকে IP68 স্তরের সুরক্ষা প্রদান করে। এতে হাই-ডেফিনেশন মাইক্রোফোন এবং ডুয়াল স্টেরিও স্পিকার রয়েছে। সিকিউরিটির জন্য, ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান। Nothing Phone 3- এর ভারতীয় ভার্সনে 5,500mAh ব্যাটারি আছে যা 65W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়াও, 7.5W রিভার্স চার্জিং, 15W ওয়্যারলেস চার্জিং, ও 5W রিভার্স ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Truecaller Voicemail Feature Launched for Android Users in India With Transcription in 12 Regional Languages