Nothing Phone 3 এর পিছনে নতুন Glyph Matrix ইন্টারফেস থাকবে
Photo Credit: Nothing
Nothing Phone 3 ভারত ও গ্লোবাল মার্কেটে জুলাই 1 লঞ্চ হতে চলেছে। স্বাভাবিকভাবেই এই ফ্ল্যাগশিপ ফোন নিয়ে বর্তমানে জল্পনা তুঙ্গে। এতদিন স্মার্টফোনটির ছোট ছোট টুকরো তথ্য অনলাইনে পাওয়া যাচ্ছিল। কিন্তু এখন ডিভাইসটির বিস্তারিত স্পেসিফিকেশন সোশ্যাল মিডিয়াতে ফাঁস হয়ে গিয়েছে। একটি সূত্রের দাবি, Nothing Phone 3 এর সামনে 6.7 ইঞ্চির LTPO OLED স্ক্রিন থাকবে। ফটোগ্রাফি সিস্টেমে, তিনটি 50 মেগাপিক্সেল লেন্স-সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে ও 50 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেখা যেতে পারে। এছাড়া, ফোনটির অন্যতম হাইলাইট হতে পারে 100W পর্যন্ত ওয়্যার্ড (তারযুক্ত) ফাস্ট চার্জিং।
টিপস্টার @gadget_bits তার এক্স (সাবেক টুইটার) পোস্টে Nothing Phone 3 এর বিস্তারিত স্পেসিফিকেশন শেয়ার করেছে। তার দাবি, ফোনটি 1.5K রেজোলিউশন সহ 6.7-ইঞ্চি LTPO OLED স্ক্রিনের সাথে আসবে। ফটোগ্রাফির জন্য, হ্যান্ডসেটের ব্যাক প্যানেলে রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে, যার মধ্যে প্রাইমারি ক্যামেরাটি হবে 50 মেগাপিক্সেলের।
এছাড়াও, ক্যামেরা সেটআপে একটি 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স ও 3x অপটিক্যাল জুম সহ একটি 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা অন্তর্ভুক্ত থাকবে। অন্যদিকে, সেলফি এবং ভিডিও কলের জন্য 50 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা থাকার কথাও বলা হয়েছে। সফটওয়্যারের দিক থেকে, এটি অ্যান্ড্রয়েড 15-ভিত্তিক Nothing OS 3.5 কাস্টম স্কিনের সাথে আসতে পারে।
টিপস্টার আরও দাবি করেছে যে, নাথিং ফোন 3 এর ব্যাটারি 5,150mAh ক্যাপাসিটির হতে পারে, যা 100W ওয়ার্ড্য ফাস্ট চার্জিং, ওয়্যারলেস এবং রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করতে পারে। এছাড়াও, ফোনে NFC এবং e-SIM ফেসিলিটি পাওয়া যাবে। এটি পাঁচ বছর ধরে Android আপগ্রেড এবং 7 বছরের সিকিউরিটি আপডেট পাবে বলে জানিয়েছে কোম্পানি।
উল্লেখ্য, Nothing Phone 3-এর পিছনে নতুন Glyph Matrix ইন্টারফেস থাকবে, যা কোম্পানির সিগনেচার গ্লিফ ইন্টারফেসের জায়গা নেবে। গ্লাইফ ম্যাট্রিক্সে অ্যানিমেশন, কল নোটিফিকেশন, ব্যাটারি লেভেল, সময় এবং অন্যান্য নোটিফিকেশন ডিসপ্লে ফুটে উঠবে বলে আশা করা হচ্ছে। কোম্পানির CEO কার্ল পেই দাবি করেছেন, ফোনটির CPU পারফরম্যান্স গত বছরের Nothing Phone 2 এর তুলনায় 36 শতাংশ বেশি। আবার GPU ও NPU পারফরম্যান্সের নিরিখে যথাক্রমে 88 শতাংশ ও 60 শতাংশ এগিয়ে।
Nothing Phone 3 ফ্ল্যাগশিপ Snapdragon 8s Gen 4 প্রসেসর দ্বারা পরিচালিত হবে বলে ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ফাঁস হওয়া তথ্য অনুসারে, ডিভাইসটি 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ এবং 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে। ভারতে দাম 40,000 টাকার নিচে থাকবে বলে আশা করা যার। এদেশে, ফোনটি ফ্লিপকার্টের মাধ্যমে বিক্রি হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.