Nothing Phone 3 গ্লিফ ম্যাট্রিক্স LED ইন্টাফেসের সাথে এসেছে।
Nothing Phone 3 গত সপ্তাহে ভারতে Nothing Headphone 1-এর সাথে লঞ্চ হয়েছে। Phone 3 কোম্পানির প্রথম ট্রু ফ্ল্যাগশিপ স্মার্টফোন। অন্যদিকে, Headphone 1 তাদের প্রথম ওভার ইয়ার হেডফোন। নতুন ফোনটির বিক্রি সাধারণ ক্রেতাদের জন্য জুলাই 15 থেকে চালু হবে। কিন্তু অফিসিয়াল ওপেন সেলের আগেই মোবাইলটি হাতে নেওয়ার সুযোগ দিচ্ছে কোম্পানি। নাথিং আজ একটি ড্রপ ইভেন্ট আয়োজন করেছে, যেখানে ক্রেতারা ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটটি কিনতে পারবে। প্রথম 100 জন ক্রেতাকে Headphone 1 সম্পূর্ণ কমপ্লিমেন্টারি হিসেবে উপহার দেওয়া হবে। ওই ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেও হেডফোনটি জেতা যাবে।
নাথিং আজ, শনিবার, সন্ধ্যা 7টায় বেঙ্গালুরুর ইউবি সিটিতে Nothing Phone 3 এর জন্য একটি এক্সক্লুসিভ ড্রপ ইভেন্ট আয়োজন করেছে। 'ফার্স্ট কাম বেসিস', মানে আগে আসার ভিত্তিতে প্রবেশাধিকার মিলবে সেখানে। অতিথিরা "গান, আলো, সবকিছু মিলিয়ে একেবারে হাই-ভোল্টেজ" পরিবেশের স্বাদ পাবে বলে জানিয়েছে কোম্পানি। আবার নাথিং-এর তরফে কমপ্লিমেন্টারি রিফ্রেশমেন্টও থাকছে। অতিথিরা ব্যারিস্টা কফির পেয়ালায় ঠোঁট ডুবিয়ে অনুষ্ঠানের মজা উপভোগ করতে পারবে।
ড্রপ ইভেন্টে Nothing Phone 3-এর সমস্ত ফিচার্স পরখ করার সুযোগ মিলবে। অতিথিরা একটি চ্যালেঞ্জেও অংশগ্রহণ করতে পারবে, যেখানে ভাগ্যবান বিজয়ীদের হাতে 21,999 টাকার Nothing Phone 1 তুলে দেওয়া হবে। ইভেন্টের সবচেয়ে বড় আকর্ষণ হবে ফ্ল্যাগশিপ ফোনটির প্রাপ্যতা। অনলাইন বা অফলাইন স্টোরে বিক্রি শুরু হওয়ার আগেই, আজ কেনার জন্য উপলব্ধ হবে। এর ফলে ওয়েটিং লিস্টে সাইন আপ করার বা অগ্রিম অর্ডার দেওয়ার কোনও প্রয়োজন পড়বে না।
নাথিং ফোন 3 ব্র্যান্ডটির সিগনেচার গ্লিফ ইন্টারফেসের পরিবর্তে গ্লিফ ম্যাট্রিক্স (Glyph Matrix) নামে একটি ছোট্ট গোল ডিসপ্লের সাথে এসেছে। এটি পাঁচ বছরের জন্য অ্যান্ড্রয়েড আপগ্রেড ও সাত বছরের সিকিউরিটি প্যাচ পাবে। ফোনটিতে OIS সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 3x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা ও 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স আছে। সামনে 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ভারতে Nothing Phone 3-এর দাম শুরু 79,999 টাকা থেকে। এটি 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অফার করে।
নাথিং হেডফোন 1 ট্রান্সপারেন্ট ডিজাইনের সাথে এসেছে। হেডফোনটির 40 মিলিমিটার ডায়নামিক ড্রাইভার ব্রিটিশ অডিও কোম্পানি KEF টিউন করেছে। এটি 42db পর্যন্ত বাইরের আওয়াজ ব্লক (ANC) করতে সক্ষম এবং এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন (ENC) মোডও অফার করে। এতে 1,040mAh ব্যাটারি আছে যা 120 মিনিটের মধ্যে সম্পূর্ণ চার্জ হয়। ANC অফ থাকা অবস্থায়, পাঁচ মিনিটের ফাস্ট চার্জ পাঁচ ঘন্টা পর্যন্ত গান শোনা যাবে। ভারতে কিনতে খরচ হবে 21,990 টাকা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.