হেডফোনের জগতে ঝড় তুলে হাজির Nothing Headphone 1, দাম, ফিচার্স জেনে নিন

Nothing Headphone 1 মঙ্গলবার Nothing Phone 3-এর সঙ্গে ভারতে লঞ্চ হয়েছে। এটি নাথিং-এর প্রথম ওভার-এয়ার হেডফোন। দাম 21,990 টাকা।

হেডফোনের জগতে ঝড় তুলে হাজির Nothing Headphone 1, দাম, ফিচার্স জেনে নিন

Nothing Headphone 1 কালো এবং সাদা রঙে এসেছে

হাইলাইট
  • Nothing Headphone 1 দুই ঘন্টার মধ্যে সম্পূর্ণ চার্জ হবে
  • এটি 42 ডেসিবেল পর্যন্ত বাইরের আওয়াজ ব্লক করে
  • হেডফোনে 40 মিমি ডাইনামিক ড্রাইভার রয়েছে
বিজ্ঞাপন

Nothing Headphone 1 মঙ্গলবার রাতে Nothing Phone 3-এর সঙ্গে ভারতে লঞ্চ হয়েছে। এটি নাথিং কোম্পানির প্রথম ওভার-এয়ার হেডফোন। এই ধরনের হেডফোন কানকে সম্পূর্ণ ঢেকে রাখে। এতে নয়েজ ক্যান্সেলেশন ফিচার রয়েছে যা বাইরের শব্দকে কানের ভেতরে পৌঁছতে দেয় না। Nothing Headphone 1-এ 40 মিলিমিটার ডায়নামিক ড্রাইভার দেওয়া হয়েছে যা ব্রিটিশ অডিও কোম্পানি KEF টিউন করেছে। এর ফলে দারুণ সাউন্ড কোয়ালিটি পাওয়া যাবে ও গান শোনার অভিজ্ঞতা ভালো হবে। হেডফোনটি AAC কোডেক ব্যবহার করা অবস্থায় একবার চার্জে 80 ঘন্টা পর্যন্ত ও LDAC অডিও চালানোর সময় 54 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে। এটি Android এবং iPhone উভয় ডিভাইসের সাথে কানেক্ট হবে।

ভারতে Nothing Headphone 1 এর দাম

ভারতে Nothing Headphone 1 এর দাম 21,990 টাকা রাখা হয়েছে। জুলাই 15 থেকে Flipkart, Flipkart Minutes, Vijay Sales, Myntra, Croma ও বড় রিটেল স্টোরগুলির মাধ্যমে দেশে কেনার জন্য উপলব্ধ হবে। এই হেডফোন কালো এবং সাদা রঙে এসেছে। লঞ্চ ডে অফারের অংশ হিসেবে, গ্রাহকরা বিক্রয়ের প্রথম দিনেই 19,999 টাকায় পেতে পারেন।

Nothing Headphone 1 স্পেসিফিকেশন, ফিচার্স

নাথিং হেডফোন 1 মাথার উপর দিয়ে পরার জন্য নকশা করা হয়েছে। স্বচ্ছ, আয়তাকার বডির মাঝখানে সামান্য উঁচু ডিম্বাকৃতির মডিউল আছে। হেডফোনটি 40 মিমি ডায়নামিক ড্রাইভার দিয়ে সজ্জিত এবং 42 ডেসিবেল পর্যন্ত বাইরের আওয়াজ ব্লক করে, যার মধ্যে একটি ট্রান্সপারেন্সি মোডও রয়েছে। হেডফোনটি KEF অডিও ইঞ্জিনিয়ারদের দ্বারা টিউনিং করা হয়েছে। ফোনে কথা বলার সময় স্পষ্ট শব্দের জন্য চারটি-মাইক্রোফোন দ্বারা সমর্থিত এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন (ENC) মোড রয়েছে।

কানেক্টিভিটির জন্য, Nothing Headphone 1 ব্লুটুথ 5.3 এর পাশাপাশি AAC, SBC এবং LDAC অডিও কোডেক সাপোর্ট করে। হেডফোনটি ডুয়াল-ডিভাইস সংযোগও সমর্থন করে এবং অ্যান্ড্রয়েড 5.1 এবং iOS 13 বা তার উপরের সফটওয়্যার ভার্সনে চলমান ডিভাইসের সাথে সংযোগ করা যাবে। হেডফোনটিতে টাচ কন্ট্রোলের পরিবর্তে সাধারণ বাটন রেখেছে নাথিং। এতে রোলার, প্যাডেল, ভলিউম বাড়ানো-কমানো, মিডিয়া পরিবর্তন এবং ANC মোডগুলির মধ্যে নির্বাচন করার জন্য একটি বোতাম পাবেন।

Nothing Headphone 1-এর মধ্যে 1,040mAh ব্যাটারি আছে, যা USB টাইপ-সি পোর্টের মাধ্যমে 120 মিনিটের মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে বলে দাবি করা হয়েছে। একটি 3.5 মিমি অডিও জ্যাকও বর্তমান। ANC ছাড়া, পাঁচ মিনিটের ফাস্ট চার্জ পাঁচ ঘন্টা পর্যন্ত গান শোনা যাবে বলে দাবি করেছে নাথিং।

ANC ছাড়া AAC অডিও বাজানোর সময় একবার চার্জে হেডফোনটি 80 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে পারে। ANC ছাড়া এবং LDAC অডিও বাজানোর সময়, ব্যাটারি লাইফ 54 ঘন্টা পর্যন্ত বলে দাবি করা হয়েছে। ANC অন থাকলে, AAC অডিও শোনার সময় 35 ঘন্টা এবং LDAC কোডেক ব্যবহার করার সময় 30 ঘন্টা পর্যন্ত হেডফোনটি চলবে বলে জানা গিয়েছে

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design / Comfort
  • Audio Quality
  • Battery Life
  • Value For Money
  • Good
  • Signature transparent design with fantastic attention to detail
  • Physical buttons feel intuitive
  • Balanced sound output
  • Long battery life
  • Stellar value proposition
  • Bad
  • Some features are limited to Nothing devices
  • Limited foldability (reduced portability)
Headphone Type Over-Ear
Microphone Yes
Connectivity Wireless
Type Headphones
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 50MP সেলফি ক্যামেরা, 7,500mAh ব্যাটারি সহ লঞ্চ হল Xiaomi 17 Pro ও 17 Pro Max, সামনে-পিছনে দু'দিকই ডিসপ্লে!
  2. Apple-এর ঘুম কেড়ে লঞ্চ হল Xiaomi 17, ক্যামেরা ও ফিচার্সে iPhone 17-কে টেক্কা
  3. টাচ করলেই পাল্টাবে ডিজাইন! অবিশ্বাস্য ফিচার নিয়ে হাজির Oppo Reno 14 5G Diwali Edition
  4. ভিডিও আর দেখা যাচ্ছে না, YouTube-এর নতুন নিয়মের গেরোয় ভুক্তভোগী ইউজাররা
  5. ফোনকে দেবে চার্জ, বিশাল 12,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল Redmi Pad 2 Pro ট্যাব
  6. সবচেয়ে সস্তায় 72 দিনের প্ল্যান আনল BSNL, আনলিমিটেড কলিং সহ প্রতিদিন 2GB ডেটা
  7. 7,000mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং ও দুর্দান্ত ক্যামেরার সঙ্গে লঞ্চ হল স্টাইলিশ Oppo A6 Pro স্মার্টফোন
  8. 6,500mAh ব্যাটারি, 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার দারুণ 5G স্মার্টফোন আনল Vivo
  9. DSLR ভুলে যান, Oppo Find X8 সিরিজে থাকবে Hasselblad-এর চারটি ক্যামেরা
  10. হাতে ধরলেই বদলে যাবে রঙ, প্রথম লুকেই তাক লাগাল iQOO 15
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »