Nothing Phone 3 ট্রিপল রিয়ার ক্যামেরা অফার করে
এই বছর Flipkart Big Billion Days সেলের অন্যতম আকর্ষণীয় ডিল ছিল Nothing Phone 3। জুলাই মাসে 79,999 টাকায় লঞ্চ হওয়া এই ফ্ল্যাগশিপ ফোন 34,999 টাকায় কেনার সুযোগ দিচ্ছিল সংস্থা। তবে 45,000 টাকা ছাড়ের মধ্যে এক্সচেঞ্জ অফার, ব্যাঙ্ক ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বোনাস, এক্সচেঞ্জ ভ্যালু অর্ন্তভুক্ত ছিল। কিন্তু সেলের অন্তিম তারিখ কাছে চলে আসতেই Nothing Phone 3 একলাফে 40,000 টাকা সস্তা হয়ে গেল। কোনও অফার বা ডিসকাউন্ট নয়, হ্যান্ডসেটটির দাম সরাসরি অর্ধেক কমে গিয়েছে। নতুন দাম ফ্লিপকার্টে লাইভ হয়েছে। ফলে আপনি যদি অন্যরকম স্টাইলের স্মার্টফোন কিনতে চান, তাহলে Nothing-এর ফোনটি দুর্দান্ত অপশন হতে চলেছে।
ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ শুরু হওয়ার আগে সংস্থা জানিয়েছিল, Phone (1) ও Phone (2) ব্যবহারকারীরা এক্সচেঞ্জ অফারের মাধ্যমে 45,000 টাকা সস্তায় Nothing Phone 3 কিনতে পারবে। এক্সচেঞ্জ বাবদ 30,000 টাকা ছাড় ছাড়াও, ব্যাঙ্কের তরফে 5,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়াও, এক্সচেঞ্জ বোনাস ও এক্সচেঞ্জ ভ্যালু হিসেবে যথাক্রমে 3,000 টাকা ও 7,000 টাকা ছাড় দেওয়া হবে। সমস্ত অফার অর্ন্তভুক্ত করে 34,999 টাকায় Nothing Phone 3 কেনার সুযোগ ছিল।
কিন্তু এখন ফ্লিপকার্টে কোনও অফার ছাড়াই Nothing Phone 3 বিক্রি হচ্ছে 39,999 টাকায়, যা 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম। লঞ্চের সময় দাম রাখা হয়েছিল 79,999 টাকা। অর্থাৎ স্মার্টফোনটির দাম কমতে কমতে অর্ধেকে নেমে এল। আবার Axis Flipkart ও SBI Flipkart ক্রেডিট কার্ড গ্রাহকরা 2,000 টাকার বেশি ক্যাশবাক পাবেন।
Nothing Phone 3-এর দাম সরাসরি 40,000 টাকা কমল
Photo Credit: Flipkart
অন্য দিকে, হ্যান্ডসেটটির 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ভার্সন 49,999 টাকায় ফ্লিপকার্টে লিস্টেড থাকতে দেখা গিয়েছে। যেখানে অরিজিনাল দাম ছিল 89,999 টাকা। তবে এটি শুধু অফার নাকি পাকাপাকি ভাবে দাম কমানো হল, তা জানা যায়নি।
নাথিং ফোন 3 একটি 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে, যা 1.5K রেজোলিউশন (1,260 x 2,800 পিক্সেল), 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 92.89 শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও, 460 পিপিআই পিক্সেল ডেনসিটি, 4,500 নিট পিক ব্রাইটনেস এবং HDR10+ সাপোর্ট করে। ফোনটির পিছনের অংশে গ্লাইফ ম্যাট্রিক্স রয়েছে। এটি একটি ছোট বৃত্তাকার ডিসপ্লে যা 489টি মাইক্রো এলইডি লাইট দ্বারা গঠিত। এতে অ্যানিমেশন, চার্জিং স্ট্যাটাস, নোটিফিকেশন, সময়, ও অন্যান্য এলার্ট প্রদর্শিত হয়।
Nothing Phone 3 অ্যান্ড্রয়েড 15-ভিত্তিক Nothing OS 3.5 কাস্টম স্কিনে রান করে। ফোনটিতে Snapdragon 8s Gen 4 প্রসেসর আছে। ফটোগ্রাফির জন্য, ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 3x অপটিক্যাল জুম সহ একটি 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, ও একটি 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স বর্তমান। সামনে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
নাথিং-এর এই ফোনে থাকা 5,500mAh ব্যাটারি 65W ওয়্যার্ড চার্জিং, 15W ওয়্যারলেস চার্জিং, 7.5W রিভার্স ওয়্যারলেস চার্জিং, ও 5W রিভার্স ওয়্যারলেস চার্জিং সমর্থন করে। এছাড়াও, ফোনটিতে IP68 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, দু'টি হাই-ডেফিনেশন মাইক্রোফোন, ডুয়াল স্টেরিও স্পিকার, এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.