Nothing Phone 4a is expected to succeed the Phone 3a (pictured)
Nothing Phone 4a শীঘ্রই ভারতে আসছে। লন্ডনের প্রযুক্তি সংস্থাটি এখনও এই বিষয়ে কোনও মন্তব্য না করলেও, স্মার্টফোনটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর ওয়েবসাইটে হাজির হয়েছে। ফলে দেশের বাজারে ফোনটির আগমন নিয়ে নতুন করে জল্পনা বেড়েছে। Nothing Phone 4a চলতি বছর মার্চ মাসে ভারতে লঞ্চ করা Phone 3a-এর তুলনায় একাধিক আপগ্রেডের সঙ্গে আসবে বলে অনুমান করা হচ্ছে। পূর্বসূরী মডেলে 120 হার্টজ AMOLED ডিসপ্লে, Ultra HDR ইমেজ সাপোর্ট, 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 50W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সহ বিভিন্ন আকর্ষণীয় ফিচার্স ছিল।
টেক ব্লগার সুধাংশু আম্ভোরে X (পূর্বনাম টুইটার)-এর একটি পোস্টে BIS লিস্টিং প্রকাশ করেছেন, যেখানে A069 মডেল নম্বরের সাথে একটি অঘোষিত নাথিং ডিভাইসকে দেখা গিয়েছে। এটি Nothing Phone 4a হওয়ার দাবি করা হচ্ছে। সংস্থার আগের Phone 3a ও Phone 3a Pro-এর মডেল নম্বর ছিল যথাক্রমে A059 এবং A059P। এর ফলে দাবি সঠিক হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
BIS লিস্টিং থেকে নাথিং ফোন 4এ সম্পর্কে বেশি কিছু তথ্য সামনে আসেনি৷ হার্ডওয়্যার বা ডিজাইন — এখন সবকিছুই অজানা। আশা করা হচ্ছে, এটি নাথিং ফোন 4এ প্রো-এর সঙ্গে 2026 সালের প্রথম ত্রৈমাসিকের মধ্যে বাজারে আসতে পারে। Phone 3a গত মার্চে 22,999 টাকা দামে ভারতে এসেছিল। আরও উন্নত Phone 3a লঞ্চ হয়েছিল 27,999 টাকা। ফোনগুলির বেস মডেলে 8 জিবি র্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজ আছে।
প্রসঙ্গত, Nothing Phone 3a Lite ভারতে নভেম্বর 27 লঞ্চ হচ্ছে। এটি গ্লোবাল মার্কেটে অক্টোবরের শেষে রিলিজ হয়েছে। এই ফোনে 6.77 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন (1,080 x 2,392 পিক্সেল), 3,000 নিট পিক ব্রাইটনেস, এবং HDR সাপোর্ট করে। স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান। ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রো প্রসেসরে রান করে। চিপটি 8 জিবি র্যাম ও সর্বোচ্চ 256 জিবি অনবোর্ড স্টোরেজর সঙ্গে যুক্ত।
Nothing Phone 3a Lite এর ব্যাক প্যানেলে তিনটি ক্যামেরা আছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা নিয়ে গঠিত। ফোনে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 5,000mAh ব্যাটারি উপস্থিত। এটি 33W ওয়্যার্ড ও 5W রিভার্স ওয়্যার্ড চার্জিং সমর্থন করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.