সুধাংশু আম্ভোরে X-এর একটি পোস্টে BIS লিস্টিং প্রকাশ করেছেন, যেখানে A069 মডেল নম্বরের সাথে একটি নাথিং ডিভাইসকে দেখা গিয়েছে। এটি Nothing Phone 4a হওয়ার দাবি করা হচ্ছে। Phone 3a ও Phone 3a Pro-এর মডেল নম্বর ছিল যথাক্রমে A059 ও A059P। ফলে দাবি সঠিক হতে পারে বলে অনুমান করা হচ্ছে।