Nothing Phone 3a

Nothing Phone 3a - ख़बरें

  • পরবর্তী মাসেই লঞ্চ হতে চলেছে Nothing কোম্পানির নতুন Nothing Phone 3a Series
    খুব শীঘ্রই বিশ্বের বাজারে Nothing লঞ্চ করতে চলেছে নতুন Nothing Phone 3a Series। Nothing Phone 3a সিরিজটির ক্যামেরা স্পেসিফিকেশনগুলি ইতিমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে এবং তথ্যে দাবি করা হয়েছে এই সমস্ত স্পেসিফিকেশনগুলি নিশ্চিতভাবে সিরিজটিতে থাকবে। Nothing Phone 3a-সিরিজটি একটি 50-মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট পেতে চলেছে
  • আগামী 4ই মার্চ অনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে চলেছে Nothing Phone 3a Series
    ঘোষণা করা হলো আবার একটি নতুন হ্যান্ডসেট সিরিজের। Nothing Phone 3a সিরিজ, যেটি পরবর্তী মাসেই লঞ্চ হতে চলেছে। Nothing-কোম্পানি দাবি করেছে যে, তাদের আসন্ন সিরিজটি এটির পূর্বসূরী Nothing Phone 2a-সিরিজটির তুলনায় অনেক বেশি ক্ষমতাশালী হয়ে আসতে চলেছে। উল্লেখযোগ্য বিষয় হলো সিরিজটি Snapdragon-এর চিপসেট পেতে চলেছে
  • একটি নতুন বোতামের সাথে দেখা গেলো Nothing Phone 3a-হ্যান্ডসেটটিকে, দেখে নিন কি সেই বোতাম
    সম্প্রতি ঘোষণা করা হয়েছে যে, Nothing Phone 3A-হ্যান্ডসেট টি আগামী 4-ই মার্চ লঞ্চ করা হতে পারে। তবে একজন পর্যন্ত মনে করা হচ্ছে হ্যান্ডসেটটি একটি প্রো-বিকল্পের সাথেও সাথে আসতে পারে। প্রত্যাশিত লঞ্চের আগেই হ্যান্ডসেটটির একটি ছবি টিজ করা হয়েছে, যেখানে ফোনটিতে একটি নতুন বোতাম দেখা গিয়েছে, যেটিকে ক্যামেরা কন্ট্রোল বোতাম বলে মনে করা হচ্ছে
  • খুব শীঘ্রই আসতে পারে Nothing কোম্পানির দুটি নতুন হ্যান্ডসেট- Nothing Phone 3a এবং Phone 3a Pro
    খুব শীঘ্রই Nothing-কোম্পানির পক্ষ থেকে অনুষ্ঠিত হতে চলেছে কোম্পানির 2025 সালের প্রথম লঞ্চিং ইভেন্ট। আশা করা যাচ্ছে কোম্পানি এই অনুষ্ঠানে বেশ কিছু নতুন হ্যান্ডসেট লঞ্চ করতে পারে। এর মধ্যে বিশেষ নজরে আছে কোম্পানির Nothing Phone 3a মডেলটি। আশা করা হচ্ছে এটি একটি Pro মডেলের সমন্বয়ে অনুষ্ঠানে উন্মোচিত হবে

Nothing Phone 3a - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »