Nothing Phone 3a Lite ফ্লিপকার্ট ছাড়াও Vijay Sales, Croma, ও অন্যান্য রিটেল স্টোরে বিক্রি হচ্ছে।
Nothing Phone 3 Lite packs a 50-megapixel primary camera
Nothing Phone 3a Lite এর সেল শুক্রবার সবার জন্য শুরু হল। স্মার্টফোনটি নভেম্বর 27 ভারতে লঞ্চ হয়েছে। এটি Nothing Phone 3a সিরিজের তৃতীয় মডেল এবং সংস্থার সবচেয়ে কম দামের ফোন (CMF বাদে)। আজ ফার্স্ট সেলে ডিভাইসটি স্পেশাল ডিসকাউন্টে কেনা যাবে। Nothing Phone 3a Lite মডেল সংস্থার বিপুল জনপ্রিয় ট্রান্সপারেন্ট ডিজাইন রয়েছে। এই ফোনে MediaTek Dimensity 7300 Pro চিপসেট ব্যবহৃত হয়েছে। নতুন ডিভাইসটি গ্লিফ লাইট, ট্রিপল রিয়ার ক্যামেরা, রিভার্স চার্জিং, 16 জিবি পর্যন্ত র্যাম (ফিজিক্যাল + ভার্চুয়াল) সাপোর্ট, এবং 4K ভিডিও রেকর্ডিং সহ বিভিন্ন ফিচার্সের সঙ্গে এসেছে।
Nothing Phone 3a Lite এর বেস 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 20,999 টাকা। ফ্লিপকার্টে প্রোডাক্ট পেজ থেকে জানা গিয়েছে যে ICICI ব্যাঙ্ক ও SBI-এর ক্রেডিট কার্ডে 1,000 টাকা ছাড় পাওয়া যাবে। এর ফলে দাম 19,999 টাকায় নেমে আসবে। আবার Flipkart Axis ও Flipkart SBI ক্রেডিট কার্ডে যথাক্রমে 1,048 টাকা ও 1,998 টাকা ক্যাশব্যাক মিলবে।
অন্য দিকে, ফোনটির 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য 22,999 টাকা। এখানেও বেস মডেলের মতো 1,000 টাকা ছাড় মিলবে। আবার Flipkart Axis ও Flipkart SBI ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে যথাক্রমে 1,148 টাকা এবং 2,098 টাকা ক্যাশব্যাক দেবে কোম্পানি। ফোনটি সাদা, কালো, ও নীল রঙে উপলব্ধ। ফ্লিপকার্ট ছাড়াও Vijay Sales, Croma, ও অন্যান্য রিটেল স্টোরে বিক্রি হচ্ছে।
নাথিং ফোন 3এ লাইট এর সামনে 6.77 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন, ও 3,000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিনের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এতে 4 ন্যানোমিটার প্রসেসে নির্মিত মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রো প্রসেসর আছে। স্মার্টফোনটিতে 5,000mAh ব্যাটারি রয়েছে যা 33W ওয়্যার্ড ও 5W রিভার্স ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Nothing Phone 3a Lite এর ব্যাক প্যানেলে f/1.88 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা, এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে। সেলফি ক্যামেরা 16 মেগাপিক্সেলের। ফোনটি Android 15 নির্ভর Nothing OS 3.5 কাস্টম স্কিনের সঙ্গে এসেছে। সংস্থা তিনটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড ও ছয় বছর সিকিউরিটি আপডেট প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন