Nothing Phone 3a চলতে পারে MediaTek Dimensity 7300 প্রসেসরে।
Nothing Phone 3a Lite will seat below Phone 3a (pictured)
Nothing Phone 3a Lite মডেলটিকে কেন্দ্র করে চলা সমস্ত জল্পনার অবসান ঘটল। নাথিং ব্র্যান্ডের এই নতুন বাজেট স্মার্টফোন বুধবার, অক্টোবর 29 গ্লোবালি লঞ্চ হচ্ছে। এটি দামের দিক থেকে Nothing Phone 3a-এর নিচে অবস্থান করবে ও Nothing Phone 3a সিরিজের সবচেয়ে সস্তা মডেল হতে চলেছে। সংস্থাটি একটি টিজার ডিজাইন পোস্টের মাধ্যমে স্মার্টফোনটির লঞ্চের দিনক্ষণ ঘোষণা করেছে। সেখানে একটি ছোট ভিডিও ক্লিপ দেখা গিয়েছে, যা সম্ভবত Nothing Phone 3a Lite-এর ব্যাক প্যানেল বা পিছনের অংশ৷ ভিডিওতে ছোট LED লাইটকে জ্বলে উঠতে দেখা যায়।
Nothing Phone 3a Lite লঞ্চের ঘোষণার সঙ্গে সংস্থা যে ভিডিও ক্লিপ আপলোড করেছে, সেখানে ফোনটির ব্যাক প্যানেলের লাইট দেখানো হয়েছে। এটি নোটিফিকেশনের সময় ব্লিঙ্ক করবে বলে আশা করা হচ্ছে। অনুমান করা যায় যে, এতে কোম্পানির সিগনেচার গ্লিফ ইন্টারফেস থাকবে না। তবে বড় লাইট স্ট্রিপের বদলে ছোট ছোট এলইডি লাইট ব্যবহার হতে পারে।
Phone (3a) Lite. 29.10. 13.00 GMT.
— Nothing (@nothing) October 27, 2025
Light up the everyday. pic.twitter.com/VVNclQ6mEl
পোস্টের ক্যাপশনে "লাইটস আপ এভরিডে" লেখা আছে৷ এটি ইঙ্গিত করে, ছোট লাইটগুলো Nothing Phone 3a Lite-এর ডিজাইনে অন্যতম বড় আকর্ষণ হতে পারে। তবে নাথিং অবশ্য এই বিষয়ে কিছু মন্তব্য করেনি। এমনকি, হ্যান্ডসেটটির ক্যামেরা, প্রসেসর, ডিসপ্লে, ব্যাটারি কেমন হতে পারে, সেই বিষয়েও এখনও কিছু প্রকাশ করেনি।
গিকবেঞ্চের লিস্টিং অনুযায়ী, নাথিং ফোন 3এ লাইট মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 চিপসেট দ্বারা চালিত হবে। এটি 2.0 গিগাহার্টজের চারটি এফিশিয়েন্সি কোর এবং 2.50 গিগাহার্টজের চারটি পারফরম্যান্স কোর নিয়ে গঠিত। এতে কমপক্ষে 8 জিবি র্যাম থাকতে পারে এবং Android 15 অপারেটিং সিস্টেমে রান করবে। আসন্ন ফোনটি সাদা ও কালো রঙে আসতে পারে৷ সঙ্গে 6.77 ইঞ্চি ফুল-এইচডি+ AMOLED ডিসপ্লে, 120 হার্টজ রিফ্রেশ রেট, ও 5,000mAh ব্যাটারি পাওয়া যেতে পারে।
Nothing Phone 3a Lite মডেলটি নাথিং-এর প্রোডাক্ট পোর্টফোলিওতে Phone 3a ও CMF লাইনআপের মধ্যে ব্যবধান কমিয়ে আনবে বলে আশা করা হচ্ছে। সে ক্ষেত্রে ডিভাইসটির দাম 20,000 টাকার আশেপাশে রাখা হতে পারে। বেস মডেল 8 জিবি র্যাম ও 128 জিবি অনবোর্ড স্টোরেজ অফার করবে বলে অনুমান করা হচ্ছে।
উল্লেখ্য, নাথিং ঘোষণা করেছে, তারা শীঘ্রই ফ্ল্যাগশিপ মডেল বাদে বাকি ফোনগুলিতে থার্ড পার্টি অ্যাপ প্রি-ইনস্টল করবে। এই পরিকল্পনা সংস্থার ক্লিন ও ব্লোটওয়্যার-ফ্রি অভিজ্ঞতা প্রদানের লক্ষ্য থেকে সম্পূর্ণ ভিন্ন। যদিও নাথিং আশ্বাস দিয়ে বলেছে, তারা কেবল এমন প্রয়োজনীয় অ্যাপস অন্তর্ভুক্ত করবে যা এমনিও ব্যবহারকারীরা ইনস্টল করবে, যেমন ইনস্টাগ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Google Introduces Vibe Coding to Its AI Studio, Lets Users Create AI Apps With Text Prompts