Nothing Phone 3a Lite হল Nothing Phone 3a সিরিজের তৃতীয় মডেল ও সংস্থার সবচেয়ে কম দামের স্মার্টফোন।
Photo Credit: Nothing
Nothing Phone 3a Lite is available in three colour options
Nothing Phone 3a Lite এই বৃহস্পতিবার ভারতে লঞ্চ হয়েছে। নতুন মিড-রেঞ্জ স্মার্টফোনটির এক্সক্লুসিভ ড্রপ ইভেন্ট নভেম্বর 29, শনিবার বিকাল তিনটের সময় নিউ দিল্লির গ্রেট কৈলাশ 2-এর ব্লু টোকাই কফি রোস্টার ক্যাফেতে অনুষ্ঠিত হবে। সেখানে ফোনটি কেনার আগে হাতে নিয়ে ব্যবহারের অভিজ্ঞতা পাওয়া যাবে। ইভেন্টে প্রথম 20 জন ক্রেতা ফোনের সঙ্গে উপহার হিসেবে 10,000 টাকা দামের Nothing Ear Open TWS ইয়ারবাডস পাবেন। দেশের বাকি অংশে স্মার্টফোনটির বিক্রি ডিসেম্বর 5 থেকে শুরু হচ্ছে। এটি ফ্লিপকার্ট, Vijay Sales, ক্রোমা সহ বিভিন্ন অফলাইন রিটেল স্টোরে উপলব্ধ হবে।
Nothing Phone 3a Lite এর 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 20,999 টাকা। 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য 21,999 টাকা। তবে OneCad ও ICICI ব্যাঙ্কের কার্ডে 1,000 টাকা ডিসকাউন্ট মিলবে। এর ফলে দাম যথাক্রমে 19,999 টাকা ও 20,999 টাকায় নেমে আসবে। ফোনটি সাদা, কালো, ও নীল রঙে উপলব্ধ।
Nothing Phone 3a Lite হল Nothing Phone 3a সিরিজের তৃতীয় মডেল ও সংস্থার সবচেয়ে সস্তা ফোন (CMF সাব-ব্র্যান্ড বাদে)। এটি MediaTek Dimensity 7300 Pro প্রসেসর দ্বারা চালিত। ডিভাইসটি নাথিং এর ইউনিক ট্রান্সপারেন্ট ডিজাইন ও স্মার্ট লুকসকে সম্পূর্ণ নতুনভাবে উপস্থাপন করেছে। এই ফোনে গ্লিফ লাইট আছে যা গ্লিফ ইন্টাফফেসের বিবর্তিত রূপ।
স্পেসিফিকেশনের কথা বললে, নাথিং ফোন 3এ লাইট 6.77 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন, ও 3,000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিনের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। ফোনে Android 15 নির্ভর Nothing OS 3.5 প্রি-ইনস্টলড আছে। সংস্থা তিনটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড ও ছয় বছর সিকিউরিটি আপডেট প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।
Nothing Phone 3a Lite ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS), f/1.88 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স ক্যামেরা, এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে৷ ফোনের সামনে হোল-পাঞ্চ কাটআউটে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।
ডিভাইসটি 4 ন্যানোমিটার প্রসেসে নির্মিত মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রো প্রসেসর দ্বারা পরিচালিত। এটি 8 জিবি র্যাম এবং সর্বোচ্চ 256 জিবি অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। স্মার্টফোনটিতে 5,000mAh ব্যাটারি রয়েছে যা 33W ওয়্যার্ড ও 5W রিভার্স ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Qualcomm Suggests Its Chips Will Power Most Galaxy S26 Models; Samsung May Produce 2nm Snapdragon 8 Elite Gen 5: Reports