Nothing Phone 3a Lite হল Nothing Phone 3a সিরিজের তৃতীয় মডেল ও সবচেয়ে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন।
Nothing Phone 3a Lite Confirmed to Launch in India Soon
Nothing Phone 3a Lite অক্টোবরের শেষে গ্লোবালি রিলিজ হয়েছিল। নাথিং-এর এই বাজেট-ফ্রেন্ডলি ফোন ভারতে কবে আসবে, সেই দিকে ক্রেতাদের নজর ছিল। এখন সংস্থার তরফে অপেক্ষার অবসান ঘটিয়ে নিশ্চিত করা হয়েছে, হ্যান্ডসেটটি ভারতের বাজারে শীঘ্রই লঞ্চ হবে। জানিয়ে রাখি, এটি Nothing Phone 3a সিরিজের তৃতীয় মডেল ও গ্লোবাল মার্কেটে সংস্থার সবচেয়ে সস্তা (CMF সাব-ব্র্যান্ড বাদে) স্মার্টফোন। প্রথম দর্শনেই Nothing Phone 3a Lite এর যে বিষয়টি নজর কাড়বে সেটি হল পরিচ্ছন্ন এবং মিনিমাল লুকস। এতে গ্লিফ লাইট, IP54 স্তরের জল ও ধুলোরোধী ক্ষমতা, এবং 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট আছে।
নাথিং ইন্ডিয়া তাদের X (পূর্বনাম টুইটার) হ্যান্ডেল থেকে Phone 3a Lite ভারতে রিলিজ হওয়ার কথা নিশ্চিত করেছে। তবে সংস্থা সোশ্যাল মিডিয়া পোস্টে লঞ্চ ডেট নিশ্চিত করেনি। কিন্তু একটি বড় চমকের ইঙ্গিত দিয়েছে। ফোনটির সঙ্গে আরও একটি প্রোডাক্ট লঞ্চ করবে তারা। অনুমান করা হচ্ছে, এটি CMF Headphone Pro যা সেপ্টেম্বরের শেষে লঞ্চ হয়েছিল। এটি CMF-এর প্রথম ওভার-ইয়ার ওয়্যারলেস হেডফোন।
Lite-ning is always accompanied by something more.
— Nothing India (@nothingindia) November 11, 2025
Phone (3a) Lite + 🎁
Coming soon to India. pic.twitter.com/NA4iM0Mpg1
নাথিং ফোন 3এ লাইট 6.77 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে, যা FHD+ রেজোলিউশন (1,080 x 2,392 পিক্সেল), 120 হার্টজ রিফ্রেশ রেট, 3,000 নিট পিক ব্রাইটনেস, এবং HDR সাপোর্ট করে। সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান। ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রো প্রসেসরে রান করে। চিপটি 8 জিবি র্যাম ও সর্বোচ্চ 256 জিবি অনবোর্ড স্টোরেজর সঙ্গে যুক্ত।
নাথিং-এর এই বাজেট ফোনের পিছনে তিনটি ক্যামেরা আছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা নিয়ে গঠিত। ফোনের সামনে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। হ্যান্ডসেটটির 5,000mAh ব্যাটারি 33W ওয়্যার্ড এবং 5W রিভার্স ওয়্যার্ড চার্জিং সমর্থন করে।
নাথিং এই বিষয়ে কোনও মন্তব্য করেনি, ফলে নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। তবে ফোনটির পাশাপাশি সিএমএফ হেডফোন প্রো সংস্থার একমাত্র প্রোডাক্ট, যেগুলো এখনও ভারতে আসেনি। সেই কারণেই জল্পনা বেড়েছে। এই ইয়ারফোনে স্টাইল ও ফিচার্সের অসাধারণ সংমিশ্রণ লক্ষ্য করা যায়। এতে একটি মাল্টি-ফাংশন রোলার আছে, যা ঘুরিয়ে শব্দ বাড়ানো-কমানো, গান চালানো-থামানো, ও চারপাশের শব্দ বা অ্যাম্বিয়েন্ট সাউন্ড নিয়ন্ত্রণ করা যেতে পারে। এটি একবার চার্জে 100 ঘন্টা পর্যন্ত অডিও প্লেব্যাক প্রদান করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Resident Evil Village, Like a Dragon: Infinite Wealth and More Join PS Plus Game Catalogue in January
Lava Blaze Duo 3 Confirmed to Launch in India Soon; Key Specifications Revealed via Amazon Listing
Lumio Vision 7, Vision 9 Smart TVs Go on Sale on Flipkart With Republic Day Offers