Nothing Phone 3a Lite হল Nothing Phone 3a সিরিজের তৃতীয় মডেল ও সবচেয়ে বাজেট-ফ্রেন্ডলি স্মার্টফোন।
Nothing Phone 3a Lite Features Three Rear Cameras
Nothing Phone 3a Lite বুধবার গ্লোবালি লঞ্চ হয়েছে। এটি Nothing Phone 3a সিরিজের তৃতীয় মডেল ও বাজেট-ফ্রেন্ডলি প্রাইসে মিড-রেঞ্জ স্পেসিফিকেশনের সঙ্গে এসেছে। নাথিং-এর নতুন স্মার্টফোনে MediaTek Dimensity 7300 Pro প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটির ডিজাইন ফ্ল্যাগশিপ Phone 3 মডেল থেকে অনুপ্রাণিত। যার মধ্যে রয়েছে স্বচ্ছ প্যানেল, অসম ক্যামেরা লেআউট, পরিচ্ছন্ন এবং মিনিমাল লুকস। Nothing Phone 3a Lite গ্লিফ লাইট, IP54 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স, রিভার্স চার্জিং, 120 fps-এ BGMI গেমিং, 4K ভিডিও রেকর্ডিং, ও 8 জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম অফার করে।
প্রিমিয়াম ডিজাইন ও ডুয়েল সিম যুক্ত নাথিং ফোন 3এ লাইট 6.77 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে, যা 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 1,000 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, HDR10+, সর্বোচ্চ 3,000 নিট ব্রাইটনেস, FHD+ রেজোলিউশন (1,080x2,392 পিক্সেল), ও 1.07 বিলিয়ন কালার সাপোর্ট করে। স্ক্রিনটি পান্ডা গ্লাস দ্বারা সুরক্ষিত রাখা হয়েছে। এতে ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।
নাথিং-এর নতুন ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম আছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS), f/1.88 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল 1/1.57 ইঞ্চি Samsung ক্যামেরা সেন্সর, 119.5 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা, ও একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা নিয়ে গঠিত। সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনের সামনের দিকে হোল-পাঞ্চ কাটআউটে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।
নতুন ডিভাইসটি 4 ন্যানোমিটার প্রসেসে নির্মিত ও 2.5 গিগাহার্টজ ক্লক স্পিড যুক্ত মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রো প্রসেসর দ্বারা পরিচালিত। এটি 8 জিবি LPDDR4x র্যাম এবং সর্বোচ্চ 256 জিবি UFS 2.2 অনবোর্ড স্টোরেজ সাপোর্ট করে। স্মার্টফোনটিতে 33W ওয়্যার্ড ও 5W রিভার্স ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000mAh ব্যাটারি রয়েছে।
Nothing Phone 3a Lite রান করে Android 15 নির্ভর Nothing OS 3.5 কাস্টম সফটওয়্যারে। সংস্থা তিনটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড ও ছয় বছরের জন্য সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে।
Nothing Phone 3a Lite-এর বেস 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 249 ইউরো (প্রায় 25,600 টাকা)। অন্য দিকে, 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য 279 ইউরো (প্রায় 28,700 টাকা)। হ্যান্ডসেটটি সাদা ও কালো রঙে পাওয়া যাবে। উল্লেখ্য, এটি গ্লোবাল মার্কেটে কোম্পানির সবথেকে কম দামের ফোন। ভারতেও শীঘ্রই লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন