Nothing Phone 3a Lite এর দাম ফাঁস, অবশেষে সস্তায় ফোন আনছে কোম্পানি

Nothing Phone 3a Lite বেস মডেলে 8 জিবি র‍্যাম ও 128 জিবি অনবোর্ড স্টোরেজ থাকবে। ফোনটির আরও মেমোরি ভেরিয়েন্ট আসতে পারে।

Nothing Phone 3a Lite এর দাম ফাঁস, অবশেষে সস্তায় ফোন আনছে কোম্পানি

Nothing Phone 3a Lite will be priced lower than the Phone 3a (Pictured)

হাইলাইট
  • Nothing Phone 3a Lite আগামীকাল গ্লোবালি লঞ্চ হচ্ছে
  • এটি Nothing ব্র্যান্ডের সবথেকে কম দামের স্মার্টফোন হবে
  • Nothing Phone 3a Lite ভারতে পরে একসময় লঞ্চ হবে
বিজ্ঞাপন

Nothing Phone 3a Lite আগামীকাল গ্লোবালি লঞ্চ হচ্ছে। এটি Nothing Phone 3a লাইনআপের সবচেয়ে সস্তা মডেল হতে চলেছে। আবার নাথিং এখনও পর্যন্ত যত স্মার্টফোন (CMF সাব-ব্র্যান্ড বাদে) বাজারে এনেছে, তাদের মধ্যে আপকামিং Phone 3a Lite সবথেকে কম দামের মডেল হবে। আসলে লঞ্চের আগের এক দিন আগেই ভারতে হ্যান্ডসেটটির দাম ফাঁস হয়ে গেছে। মনে করা হচ্ছে, Nothing Phone 3a Lite চলবে Android 15 অপারেটিং সিস্টেম ও MediaTek Dimensity 730 প্রসেসরে। ফোনটিতে ফুল-এইচডি+ AMOLED ডিসপ্লে এবং 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট পাওয়া যাবে।

Nothing Phone 3a Lite দাম ও স্টোরেজ ফাঁস হল

টিপস্টার পারস গুগলানি তাঁর X প্রোফাইল (সাবেক টুইটার) থেকে পোস্ট করে জানিয়েছেন, নাথিং ফোন 3এ লাইট 8 জিবি র‍্যাম ও 128 জিবি অনবোর্ড স্টোরেজ অপশনে আসবে। ফোনটির দাম ভারতে 18,999 টাকা থেকে শুরু হবে। ডিভাইসটির আরও মেমোরি ভেরিয়েন্ট আসতে পারে।

টিপস্টারের দাবি সত্যি হলে, নাথিং ব্র্যান্ডের অধীনে এই প্রথম বাজেট ফোন বাজারে আসছে। এতদিন মূলত সংস্থার সাব-ব্র্যান্ড CMF বাজেট ফোনের উপর ফোকাস করে এসেছে। Phone 3a Lite সাদা এবং কালো রঙে উপলব্ধ হবে। তবে এটি আগামীকাল, অক্টোবর 29 ভারতে আসবে না। এ দেশে পরে একসময় লঞ্চ হবে। গ্লোবাল মার্কেটে নভেম্বর 4 থেকে সেল শুরু হবে।

Nothing Phone 3a Lite ডিজাইন ও স্পেসিফিকেশন

নাথিং একটি ছোট ভিডিও ক্লিপ আপলোড করে ফোনের পিছনের সামান্য অংশকে দেখিয়েছে। ভিডিওতে ছোট LED লাইট জ্বলে উঠতে দেখা গেছে। Phone 3a Lite-এর ব্যাক লাইট নোটিফিকেশনের সময় ব্লিঙ্ক করবে বলে আশা করা হচ্ছে। তবে এতে কোম্পানির সিগনেচার গ্লিফ ইন্টারফেস থাকার সম্ভাবনা কম। বড় লাইট স্ট্রিপের বদলে ছোট এলইডি লাইট ব্যবহার হতে পারে।

কোম্পানি এখনও ফোনটির সম্পূর্ণ ডিজাইন বা ফিচার্স এখনও প্রকাশ করেনি। গিকবেঞ্চের লিস্টিং অনুযায়ী, এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 চিপসেট ব্যবহার করা হবে, যা 2.0 গিগাহার্টজের চারটি এফিশিয়েন্সি কোর এবং 2.50 গিগাহার্টজের চারটি পারফরম্যান্স কোর নিয়ে গঠিত। স্মার্টফোনটিতে 5,000mAh ব্যাটারি পাওয়া যেতে পারে। এছাড়া, অন্যান্য তথ্য জানতে আর একটা রাতের অপেক্ষা।

প্রসঙ্গত, নাথিং শীঘ্রই ফ্ল্যাগশিপ মডেল বাদে তাদের বাকি ফোনগুলিতে থার্ড পার্টি অ্যাপ প্রি-ইনস্টল করার কথা জানিয়েছে। এই সিদ্ধান্তে সংস্থার আয়ের পথ সুগম হচ্ছে ঠিকই, কিন্তু ব্যবহারকারীদের ক্লিন ও ব্লোটওয়্যার-ফ্রি অভিজ্ঞতা প্রদানের লক্ষ্য থেকে সম্পূর্ণ বিচ্যুতি ঘটছে। যদিও নাথিং আশ্বাস দিয়ে বলছে, তারা কেবল সেই সমস্ত অ্যাপস আগে থেকে ইনস্টল করে রাখবে, যেগুলো ইউজাররা এমনিতেই ডাউনলোড করতো, যেমন ইনস্টাগ্রাম।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 6,200mAh ব্যাটারি ও 50MP টেলিফটো ক্যামেরা যুক্ত Redmi স্মার্টফোন বিক্রি হচ্ছে 6,000 টাকা ডিসকাউন্টে
  2. Nothing Phone 3a Lite এর দাম ফাঁস, অবশেষে সস্তায় ফোন আনছে কোম্পানি
  3. OnePlus Turbo ভারতে দুর্দান্ত ফিচার্স নিয়ে আসছে, থাকবে বিশাল 8,000mAh ব্যাটারি, 100W ফাস্ট চার্জিং
  4. ChatGPT Go: চ্যাটজিপিটি সাবস্ক্রিপশন 1 বছরের জন্য ফ্রি! OpenAI-এর ঘোষণায় ইন্টারনেট তোলপাড়
  5. iQOO 15 নতুন অপারেটিং সিস্টেম সহ ভারতে লঞ্চ হচ্ছে, থাকবে 7,000mAh ব্যাটারি ও 100x জুম ক্যামেরা
  6. 200MP পেরিস্কোপ এবং 50MP প্রাইমারি ক্যামেরার সঙ্গে Xiaomi 17 Ultra আসছে বাজার তোলপাড় করতে
  7. OnePlus Ace 6: কম দামে 7,800mAh ব্যাটারি ও 165Hz স্ক্রিনের দুর্ধর্ষ গেমিং ফোন আনল ওয়ানপ্লাস
  8. OnePlus 15 বাজার কাঁপিয়ে লঞ্চ হল, নতুন ক্যামেরা, 120W ফাস্ট চার্জিং, 7,300mAh ব্যাটারি রয়েছে
  9. iQOO 15 ভারতে লঞ্চ হবে এই তারিখে, 100x ক্যামেরা জুম সহ থাকবে গেমিং প্রসেসর
  10. Nothing Phone 3a Lite অক্টোবর 29 লঞ্চ হচ্ছে, নজর কাড়বে LED আলোর ডিজাইন!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »