গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Nubia Red Magic 3S। সোমবার Flipkart থেকে বিক্রি শুরু হল এই স্মার্টফোন। Nubia Red Magic 3S ফোনে রয়েছে Snapdragon 855+ চিপসেট। চলতি বছর এপ্রিল মাসে লঞ্চ হয়েছিল Nubia Red Magic 3। সেই ফোনের উত্তরসূরি Red Magic 3S এ থাকছে 12GB RAM।
গ্রাহকের সুবিধার জন্য ‘অল-ইন-ওয়ান' প্ল্যান নিয়ে এল Jio
ভারতে Nubia Red Magic 3S এর দাম শুরু হচ্ছে 35,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 8GB RAM + 128GB স্টোরেজ। 12GB RAM + 256GB স্টোরেজে এই ফোন কিনতে 47,999 টাকা খরচ হবে।
সোমবার Flipkart থেকে বিক্রি শুরু হয়েছে এই ফোন। লঞ্চ অফারে থাকছে নো কস্ট ইএমআই এর সুবিধা।
15,000 টাকা বাজেটে কেমন পারফর্ম করল Redmi Note 8 Pro? পড়ুন রিভিউ
Nubia Red Magic 3S ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে একটি 6.65 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 855+ চিপসেট, 12GB RAM আর 256GB স্টোরেজ।
Nubia Red Magic 3S ফোনের পিছনে একটি মাত্র ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় থাকবে একটি 48 মেগাপিক্সেল Sony IMX586 সেন্সর। সেলফি তোলার জন্য Red Magic 3S ফোনে একটি 16 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করেছে ZTE।
Nubia Red Magic 3S ফোনে থাকছে 256GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ। কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, USB Type-C আর 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে থাকছে 5,000 mAh ব্যাটারি আর 27W ফাস্ট চার্জ সাপোর্ট। Nubia Red Magic 3S এর ওজন 215 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন