Snapdragon 8 Elite চিপসেটের সাথে সজ্জিত হয়ে আসতে চলেছে নতুন-OnePlus 13

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 4 ডিসেম্বর 2024 11:28 IST
হাইলাইট
  • OnePlus 13-হ্যান্ডসেটটি মিডনাইট-ওসেন সহ অন্যান্য আরো রঙের বিকল্পে পাওয়
  • হ্যান্ডসেটটিতে IP68+69-রেটিং যুক্ত হয়ে আসবে
  • এটি 24জিবি পর্যন্ত RAM-এর সাথে Snapdragon 8 Elite চিপসেট দ্বারা চালিত

OnePlus 13-এ একটি Hasselblad-tuned ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে

Photo Credit: OnePlus 13

OnePlus 13-,হ্যান্ডসেটটি অক্টোবরের 31 তারিখ চীনের বাজারে লঞ্চ করা হয়েছে,এটি খুব শীঘ্রই ভারত সহ বিশ্বের বাজারে উন্মোচিত হতে পারে।বর্তমানে কোম্পানি তাদের এই নন-ফ্লোডবল ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটটি চলতি বছর শেষ না হলে নিয়ে আসবে না বলে নিশ্চিত করেছে।আসন্ন হ্যান্ডসেটটি সর্বপ্রথম,যা প্রথম থেকেই কোয়ালকমের নতুন Snapdragon 8 Elite SoC-চিপসেট পেয়েছে।OnePlus-কোম্পানী তাদের এই নতুন স্মার্টফোনটিতে,Hasselblad-দ্বারা নির্মিত অপটিক্সের সাথে একটি 50মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট যুক্ত করেছে।

OnePlus 13-এর লঞ্চের সময়সূচি:

OnePlus-কোম্পানী একটি সাংবাদিক বৈঠকে জানিয়েছে যে,OnePlus 13-হ্যান্ডসেটটি ভারত সহ বিশ্বের বাজারে 2025 সালের জানুয়ারি মাসে উন্মোচিত হবে। হ্যান্ডসেটটি আর্কটিক-ডন, ব্ল্যাক-ইক্লিপস এবং মিডনাইট-ওশান,এই তিনটি রঙের বিকল্পে কেনা যাবে।কোম্পানি জানিয়েছে পরেরটির পিছনের অংশটি মাইক্রোফাইবারের ভেগান-লেদারের মত দেখতে হবে,এটি ব্যবহারকারীদের হাতে হালকা অনুভূতি দেবে এবং স্কাফ প্রতিরোধ করবে।

এছাড়াও ধূলো এবং জল-থেকে সুরক্ষিত থাকার জন্য হ্যান্ডসেটটি IP68+IP69 রেটিং থাকতে পারে।আসন্ন হ্যান্ডসেটটি সর্ম্পকে আরো বিস্তারিত বিবরণ সামনের সপ্তাহগুলিতে জানতে পারা যাবে।

এছাড়াও কোম্পানি ফোনটির লঞ্চের জন্য একটি মাইক্রোসাইট

তৈরি করেছে,যেখানে “Coming soon” বলা হয়েছে ।অন্যদিকে কোম্পানি ফোনটির জন্য “Notify Me”-লিখে একটি প্রচার চালাচ্ছে,যেখানে পাঁচটি মাইলস্টোন এবং পুরস্কারও দেখানো হয়েছে।এই ক্যাম্পপেইনটিতে যারা যোগদান করবেন তারা এটি শেষ হওয়ার পর 11টাকার বিনিময়ে OnePlus-এর বোনাস ড্রপ অফার পেতে পারবেন।

তারা 3000টাকা দামের OnePlus-এর প্রোডাক্টএর পাশাপাশি 500টি রেডকয়েন জিততে পারবেন।এছাড়াও কোম্পানি পুরস্কার হিসেবে OnePlus Travel Kit-এর অফার দিচ্ছে।

OnePlus 13-এর স্পেসিফিকেশন:

OnePlus 13-এর চীনের বিকল্পটিতে,একটি 6.82ইঞ্চির Quad-HD+(1,440×3,168পিক্সেল)LTPO AMOLED-স্ক্রিন আছে,যেটির রিফ্রেশরেট 120Hz এবং এটি 4,500নিট পর্যন্ত সর্বোচ্চ উজ্জ্বলতা প্রদান করে এবং ডলবি ভিশনকে সমর্থন করে।হ্যান্ডসেটটি কোয়ালকমের নতুন Snapdragon 8 Elite চিপসেট দ্বারা চালিত।এটিতে 24জিবি পর্যন্ত LPDDR5X RAM এবং 1টিবি পর্যন্ত UFS 4.0স্টোরেজ অন্তর্ভুক্ত করা আছে। এছাড়াও এটিতে Adreno 830 GPU আছে।

হ্যান্ডসেটটিতে,একটি Hasselblad-এর সহযোগিতার নির্মিত ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট আছে,যারমধ্যে অপটিক্যাল ইমেজ স্টেবেলাইজেশনের সাথে একটি 50মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা একটি 50মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং OIS সমর্থিত একটি 50মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা(3x অপটিক্যাল,6x সেন্সরের মধ্যে,120x ডিজিট্যাল)আছে। সেলফির জন্য ফোনটির সামনে একটি 32মেগাপিক্সেলের ক্যামেরা আছে।

হ্যান্ডসেটটিতে 100W-এর তারযুক্ত এবং 50W-এর তারবিহীন ফ্ল্যাশ চার্জিং সমর্থিত একটি 6,000mAh-এর ব্যাটারী আছে। এটি তারযুক্ত(5W)এবং তারবিহীন(10W)বিপরীত চার্জিং ব্যবস্থাকে সমর্থন করে।

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

 ...অধিক
        
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পড়াশোনা থেকে আঁকাআঁকি, পড়ুয়াদের শেখাতে বাজারে এল Lenovo Idea Tab
  2. Samsung ইউজারদের জন্য সুখবর, এই তারিখে পাবেন Android 16 ও One UI 8 আপডেট
  3. Infinix GT 30 5G+ ভারতে 64 মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে লঞ্চ হল, সঙ্গে 2,999 টাকার উপহার বিনামূল্যে
  4. 8,000mAh ব্যাটারি ও 16 জিবি র‍্যামের সঙ্গে বাজার কাঁপিয়ে লঞ্চ হল iQOO Z10 Turbo+ 5G
  5. অসম্ভবকে সম্ভব করবে চ্যাটজিপিটি, বিশ্বের সবচেয়ে শক্তিশালী AI মডেল GPT-5 প্রকাশ করে চমকে দিল OpenAI
  6. Samsung Galaxy A17 5G অবশেষে দুর্দান্ত অ্যামোলেড স্ক্রিন ও 50MP ক্যামেরার সাথে বাজারে এল
  7. Amazon Great Freedom Festival Sale: হেডফোনে 13,000 টাকা ছাড়, কিনুন 2,599 টাকাতেই
  8. সবচেয়ে সস্তায় 7,000mAh ব্যাটারির ফোন, অবিশ্বাস্য দামে আসছে Poco M7 Plus 5G
  9. ফলোয়ার বৃদ্ধির হাতছানি, Instagram এর নতুন ফিচার্স কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় জ্যাকপট
  10. Amazon Great Freedom Festival Sale: Samsung-এর জনপ্রিয় ফোনের দাম কমল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.