OnePlus 15-এর ক্যামেরা মডিউলের ডিজাইন OnePlus 13s-এর মতো
Photo Credit: OnePlus
OnePlus 15 এই মাসেই অপেক্ষার অবসান ঘটিয়ে আত্মপ্রকাশ করছে। ওয়ানপ্লাসের এই নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন চীনে অক্টোবর 27 লঞ্চ হতে চলেছে। অর্থাৎ আজ থেকে আর ঠিক দশ দিন পর। আবার একই দিনে প্রিমিয়াম ফোনটির সঙ্গে OnePlus Ace 6 প্রকাশ হবে। এটি একটি পারফরম্যান্স-ফোকাসড হ্যান্ডসেট হবে। OnePlus 15 নভেম্বরে ভারতে লঞ্চ হতে পারে। এটি Qualcomm-এর নতুন Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, 165 হার্টজ রিফ্রেশ রেট, 120W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 7,500mAh ব্যাটারি নিয়ে আসতে পারে। ডিভাইসটিতে নতুন ডিজাইন, AI ফিচার, ও অত্যাধুনিক ক্যামেরা সিস্টেম দেখা যাবে।
সংস্থার তরফে ইতিমধ্যেই বেশ কিছু ফিচার্স নিশ্চিত করা হয়েছে। ওয়ানপ্লাস 15 মডেলটির চারপাশে আলট্রা স্লিম 1.5 মিমি বেজেল থাকবে। স্ক্রিন হবে 6.78 ইঞ্চির এবং এতে ওলেড প্যানেল ব্যবহার করা হবে। এটি 165 হার্টজ রিফ্রেশ রেট এবং 1.5K রেজোলিউশন অফার করবে। ওয়ানপ্লাস জানিয়েছে যে, নতুন ডিসপ্লেটি ওয়ানপ্লাস 13 এর চেয়ে 10 শতাংশ কম শক্তি খরচ করবে। আবার এর আয়ু 30 শতাংশ বেশি। এছাড়াও, টিপস্টারদের দাবি, ডলবি ভিশন, প্রো এক্সডিআর, ও সর্বাধিক 1,800 নিট ব্রাইটনেসের সাপোর্ট থাকতে পারে।
ওয়ানপ্লাসের আসন্ন ফ্ল্যাগশিপে ট্রিপল 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে। যদি ফাঁস হওয়া তথ্য সঠিক হয়, তাহলে মেইন ক্যামেরায় 50 মেগাপিক্সেল Sony LYT-700 সেন্সর ব্যবহার করা হবে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট থাকবে। সঙ্গে একজোড়া Samsung ISOCELL JN5 সেন্সর মিলবে — একটি আল্ট্রাওয়াইড শটের জন্য ও অন্যটি 3.5x অপটিক্যাল জুম সহ টেলিফটো লেন্স।
OnePlus 15 কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর দ্বারা পরিচালিত হবে। এটি 16 জিবি পর্যন্ত LPDDR5x র্যাম ও সর্বোচ্চ 1 টিবি UFS 4.1 ইন্টার্নাল স্টোরেজ অপশনে উপলব্ধ হওয়ার সম্ভাবনা৷ গেমিং পারফরম্যান্স বৃদ্ধি করার জন্য বিশেষ অপ্টিমাইজেশন সিস্টেম থাকবে। ডিভাইসটিতে 50W ওয়্যারলেস চার্জিং এবং 120W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 7,300mAh ব্যাটারি থাকতে পারে। এছাড়াও, আলট্রাসনিক আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, উন্নত কুলিং সিস্টেম, মাল্টি-ফাংশন NFC, ও ইনফ্রারেড (IR) ব্লাস্টার ফিচার মিলতে পারে।
প্রসঙ্গত, OnePlus 15 গত মাসে ভারতে Snapdragon Summit Global Highlights Meet-এ প্রদর্শন হয়েছে। ওয়ানপ্লাস ইন্ডিয়ার CEO রবিন লিউ হ্যান্ডসেটটির প্রথম ঝলক দেখিয়েছেন। OnePlus 15 নতুন ডিজাইন করা ক্যামেরা মডিউলের সঙ্গে আসছে। এটি দেখতে কিছুটা OnePlus 13s-এর মতো, যা গত জুনে ভারতে লঞ্চ হয়েছে। ফোনটির পিছনের অংশে উপরের বাম দিকের কোণায় চৌকো ক্যামেরা মডিউল আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.