OnePlus 16 আসন্ন Oppo Find N6 মডেলের ফ্ল্যাগশিপ প্রাইমারি ক্যামেরা এবং টেলিফটো লেন্স ব্যবহার করতে পারে।
Photo Credit: OnePlus
OnePlus 15 carries a triple rear camera setup
OnePlus 15 নভেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছে। কিন্তু ইতিমধ্যেই ফোনটির আপগ্রেড ভার্সনকে ঘিরে জল্পনা শুরু হয়ে গেছে। রিপোর্ট বলছে, উত্তরসূরী OnePlus 16 বড়সড় ক্যামেরা আপগ্রেড পেতে পারে। এই বছর মূলত পারফরম্যান্সের উপর জোর দিয়ে OnePlus 15 বাজারে এসেছে। ফটোগ্রাফির নিরিখে অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনের তুলনায় বেশ পিছিয়ে। OnePlus 13 এবং OnePlus 12 মডেলে যে মানের ক্যামেরা ছিল, তার সঙ্গেও পাল্লা দিতে পারেনি। তাই OnePlus 16 সামনের বছর 200 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে বাজারে আসতে পারে। ফোনটির ইমেজিং সেটআপের সঙ্গে Oppo Find N6 ফোল্ডেবলের সঙ্গে সাদৃশ্য থাকতে পারে।
টেক ব্লগার ডিজিটাল চ্যাট স্টেশনের পোস্ট থেকে জানা গেছে যে, OnePlus 16 আসন্ন Oppo Find N6 মডেলের ফ্ল্যাগশিপ স্তরের ইমেজিং হার্ডওয়্যার ব্যবহার করতে পারে, যার মধ্যে প্রাইমারি ক্যামেরা এবং টেলিফটো লেন্স অর্ন্তভুক্ত আছে। সেই তথ্যের ভিত্তিতে দাবি করা হচ্ছে যে, OnePlus 16-এর একটি ক্যামেরায় 200 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করা হবে।
Oppo Find N6 ফোল্ডেবল ফোনটি 200 মেগাপিক্সেল ক্যামেরার পাশাপাশি 50 মেগাপিক্সেলের আরও দুই সেন্সরের সঙ্গে আসতে পারে। অর্থাৎ এত মোট তিনটি ব্যাক ক্যামেরা থাকবে। OnePlus 15-এর ক্যামেরা ডাউনগ্রেড হওয়াকে ঘিরে অনেক ক্রেতাই অসন্তোষ প্রকাশ করেছিলেন। ফোনটিতে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ থাকলেও, ব্যবহৃত সেন্সরগুলোর আকার তুলনামূলকভাবে অনেক ছোট ছিল। ফলে ইমেজের কোয়ালিটি নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছিল।
প্রসঙ্গত, বিদ্যমান OnePlus 15 এর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও 3.5x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা নিয়ে গঠিত। ব্যাক ক্যামেরা 8K ভিডিও রেকর্ডিং করতে সক্ষম। সামনে সেলফি ও ভিডিও কলের জন্য একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এটি 4K ভিডিও শ্যুট করতে পারে।
ফ্ল্যাগশিপ ফোনটির হাইলাইট হল পারফরম্যান্স। এটি ভারতের প্রথম ফোন, যা 3 ন্যানোমিটার প্রসেসে নির্মিত Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দ্বারা চালিত। এটি 16 জিবি পর্যন্ত LPDDR5x র্যাম, সর্বোচ্চ 512 জিবি UFS 4.1 স্টোরেজ, Adreno 840 জিপিইউ, G2 ওয়াই-ফাই চিপ ও একটি টাচ রেসপন্স চিপের সঙ্গে যুক্ত। ফোনটিতে 7,300mAh ব্যাটারি রয়েছে। এটি 120W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস, 10W রিভার্স ওয়্যারলেস, ও 5W রিভার্স ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Redmi Turbo 5, Redmi Turbo 5 Pro to Be Equipped With Upcoming MediaTek Dimensity Chips, Tipster Claims