OnePlus 15 সংস্থার ইতিহাসে প্রথম যা নিজস্ব ইমেজ ইঞ্জিন ব্যবহার করতে চলেছে। এটি ফটো ও ভিডিও প্রসেসিং ক্ষমতা আরও উন্নত করবে। কম আলোতেও ভালো মানের ছবি তোলা যাবে। ক্যামেরা ইঞ্জিন ছবির ডাইনামিক রেঞ্জও নিখুঁতভাবে উপস্থাপন করবে।
OnePlus 15 স্মার্টফোনটিতে অক্টা কোর Qualcomm Armv8 চিপসেট রয়েছে, যা Snapdragon 8 Elite 2 প্রসেসর বলে মনে করা হচ্ছে। কোয়ালকম তাদের নতুন হাই-এন্ড প্রসেসর আগামী মাসে ঘোষণা করতে পারে।