OnePlus 15 ফোনে ট্রিপল 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে। যদি ফাঁস হওয়া তথ্য সঠিক হয়, তাহলে মেইন ক্যামেরায় 50 মেগাপিক্সেল Sony LYT-700 সেন্সর ব্যবহার করা হবে। সঙ্গে 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর এবং 3.5x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স থাকতে পারে।
সম্প্রতি কয়েকবার জনসমক্ষে OnePlus-এর ঝলক দেখা গেলেও, এই প্রথমবার কোনও মঞ্চে ফোনটি অফিসিয়ালি প্রদর্শিত হয়েছে। ভারতে হ্যান্ডসেটটির সাদা রঙের ভেরিয়েন্ট দেখানো হয়েছে। ব্যাক প্যানেল OnePlus 13s-এর সঙ্গে বেশ সাদৃশ্যপূর্ণ। ক্যামেরা মডিউলটি ফোনের পিছনের অংশে উপরের বাঁ দিকের কোণায় অবস্থিত।
OnePlus 15 ফোনটিতে 165 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে থাকবে বলে নিশ্চিত করা হয়েছে, যা OnePlus 13 এবং সংস্থার আগের সমস্ত ফ্ল্যাগশিপ ফোনগুলিতে উপলব্ধ 120 হার্টজ প্যানেল থেকে একটি উল্লেখযোগ্য আপগ্রেড। এর ফলে কিছু গেম 165fps-এ খেলা যাবে।
OnePlus 11, OnePlus 12, ও OnePlus 13 মডেলে গোলাকার ক্যামেরা মডিউল আছে। কিন্তু OnePlus 15 চৌকো আকৃতির ক্যামেরা পেয়েছে, যা ফোনের পিছনের অংশে উপরের বাঁ দিকের কোণায় বসানো হয়েছে। এর ভেতরে একটি উল্লম্ব পিল-আকৃতির অংশে দুটি সেন্সর রাখা হয়েছে।
OnePlus 15 সংস্থার ইতিহাসে প্রথম যা নিজস্ব ইমেজ ইঞ্জিন ব্যবহার করতে চলেছে। এটি ফটো ও ভিডিও প্রসেসিং ক্ষমতা আরও উন্নত করবে। কম আলোতেও ভালো মানের ছবি তোলা যাবে। ক্যামেরা ইঞ্জিন ছবির ডাইনামিক রেঞ্জও নিখুঁতভাবে উপস্থাপন করবে।
OnePlus 15 স্মার্টফোনটিতে অক্টা কোর Qualcomm Armv8 চিপসেট রয়েছে, যা Snapdragon 8 Elite 2 প্রসেসর বলে মনে করা হচ্ছে। কোয়ালকম তাদের নতুন হাই-এন্ড প্রসেসর আগামী মাসে ঘোষণা করতে পারে।